জেনে নিন Hero Electric Scooter-এর দামের লিস্ট, রেঞ্জ এবং ফিচার

Highlights

  • মোট 6টি ইলেকট্রিক স্কুটার রয়েছে হিরো ইলেকট্রিকের অধীনে।
  • হিরো ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয় 67,190 টাকা থেকে।
  • হিরো ইলেকট্রিক স্কুটারের লুক যেমন সুন্দর তেমনই রয়েছে দারুণ ফিচার।

ভারতীয় ইলেকট্রিক টু হুইলার মার্কেটে কম দামের ইলেকট্রিক স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হিরো ইলেকট্রিক স্কুটার। কোম্পানির কাছে মোট 6টি ব্যাটারিচালিত স্কুটার রয়েছে যেগুলির দাম 67000 টাকা থেকে 87000 টাকার মধ্যে। কম দাম ছাড়াও এই স্কুটারগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই গাড়িগুলিতে স্টাইলিশ লুকের পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে। এই পোস্টে হিরো কোম্পানির সবকটি ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: Windows এবং Mac ল্যাপটপে কীভাবে স্ক্রিনশট নিতে হয় জানেন? জেনে নিন সহজ পদ্ধতি

Hero Electric Scooters এর দামের তালিকা

  • Hero Electric Optima CX (Single Battery): দাম 67,190 টাকা
  • Hero Electric Optima CX (Dual Battery): দাম 85.190 টাকা
  • Hero Eddy: দাম 72,000 টাকা
  • Hero Electric Atria LX: দাম 77,690 টাকা
  • Hero Electric Photon LP: দাম 86,391 টাকা
  • Hero Electric NYX HS500 ER: দাম 86,540 টাকা

Note: লিস্টের সবকটি ইলেকট্রিক স্কুটারের দাম কোম্পানির ওয়েবসাইটের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। ওয়েবসাইটে হায়দ্রাবাদের এক্স শোরুমের দাম উল্লেখ করা হয়েছে।

Hero Electric Scooter’s এর রেঞ্জ এবং টপ স্পীড

বর্তমান টু হুইলার মার্কেটে হিরো ইলেকট্রিকের সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক স্কুটারের মধ্যে Hero Electric Optima অন্যতম। এই ইলেকট্রিক স্কুটারের সিঙ্গেল এবং ডবল দুটি ব্যাটারি প্যাক ভেরিয়েন্ট সেল করা হয়। এই স্কুটার একবার ফুল চার্জ করলে 140km পর্যন্ত রেঞ্জ এবং 45kmph টপ স্পীড পাওয়া যায়। আরও পড়ুন: BGMI ফ্যানদের জন্য সুখবর! বড় আপডেট আসতে চলেছে New State Mobile-এ, জেনে নিন বিস্তারিত

কোম্পানির Hero Electric Eddy স্কুটারটিও একটি বেশ ভালো অপশন। এই গাড়ির রেঞ্জ 85km এবং টপ স্পীড 25kmph। এছাড়া কোম্পানির Hero Electric Atria গাড়িটিতে সিঙ্গেল চার্জে 85km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এই গাড়ির টপ স্পীড 25kmph।

Hero Electric Photon স্কুটারটি এক বার ফুল চার্জ করলে 108km পর্যন্ত চালানো যায়। এই গাড়ির সর্বোচ্চ স্পীড 45kmph। কোম্পানির শেষ ইলেকট্রিক স্কুটার Hero Electric NYX এর রেঞ্জ 165km এবং টপ স্পীড 42kmph। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে প্যান কার্ড তৈরি করার সহজ উপায় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here