মাত্র 1,899 টাকা দামে লঞ্চ হল HMD 101 4G এবং HMD 102 4G ফিচার ফোন, জেনে নিন ডিটেইলস

ভারতে স্মার্টফোনের পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়েও বিপুল সংখ্যক ইউজাররা সিম্পল, বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদী ফিচার ফোন ব্যাবহার করতে পছন্দ করেন। এইসব ইউজারদের কথা মাথায় রেখে HMD তাদের নতুন HMD 101 4G এবং HMD 102 4G ফিচার ফোন লঞ্চ করেছে। 11 সেপ্টেম্বর থেকে রিটেইল স্টোর, শপিং সাইট প্ল্যাটফর্ম এবং HMD.com এর মাধ্যমে সেল করা হবে।

HMD 101 4G এবং HMD 102 4G ফোনটিতে 2 ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। উভয় ফোনেই USB Type-C পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 1000mAh ব্যাটারি রয়েছে, এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।

স্টোরেজের জন্য ফোনটিতে 32GB এক্সটারনাল মেমরি সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে FM রেডিও (ওয়্যার্ড/ওয়্যারলেস), MP3 প্লেয়ার , স্থানীয় ভাষা এবং টর্চের মতো ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে উভয় ফোনেই 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হয়েছে।

HMD 102 4G ফোনটিকে HMD 101 4G ফোনটির থেকে কিছুটা অ্যাডভান্স ফিচার সহ ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে ফ্ল্যাশ সহ QVGA ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের স্টাইলিশ ডিজাইন এবং ম্যাচিং কালার কিপ্যাড এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। HMD 101 4G ফোনটি ডার্ক ব্লু, রেড এবং ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে HMD 102 4G ফোনটি ডার্ক ব্লু, রেড এবং পার্পল কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

HMD 101 4G ফোনটির দাম মাত্র 1,899 টাকা রাখা হয়ছে। একইভাবে HMD 102 4G ফোনটি 2,199 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 11 সেপ্টেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে।

যেসব ইউজাররা স্মার্টফোনের বদলে ফিচার ফোন ব্যাবহার করার এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য HMD 102 4G এবং HMD 101 4G ফোনগুলি সুন্দর অপশন হতে চলেছে। বিশেষ করে সিনিয়র সিটিজেন, সেকেন্ডারি ফোন ইউজার এবং গ্রামে অবস্থিত ইউজারদের জন্য এটি একটি ভালো অপশন। এই ফোনগুলি বাজারে উপস্থিত JioPhone Prima 2 4G এবং Itel Super Guru 4G Max ফিচার ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বেসিক কলিং এবং মিউজিক/রেডিও উপভোগ করার জন্য ফিচার ফোন খুঁজছেন, তাদের জন্য HMD 102 4G এবং HMD 101 4G ফোনটি একটি দারুণ অপশন। এছাড়াও ইউজাররা বাজারে উপস্থিত অন্যান্য অপশনও দেখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here