প্রকাশ্যে এল HMD Crest 2 এবং Bold ফোনের ডিটেইলস, লঞ্চের আগেই জেনে নিন ফিচার

HMD বাজেট রেঞ্জে তাদের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। এই রেঞ্জে HMD Crest 2 এবং HMD Bold ফোনদুটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে ফোনগুলির তথ্য শেয়ার করেছে। একইসঙ্গে গীকবেঞ্চ সাইটে একটি ফোন লিস্টেড হয়েছে। এই ফোনটির “MAHUZE” এবং “ACCORD” কোডনেম হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Crest 2 ফোনের ডিটেইলস সম্পর্কে।

HMD Crest 2 (ACCORD) এর ডিটেইলস (লিক)

  • লিক অনুযায়ী ফোনটি Unisoc T8300 5G চিপসেট সহ লঞ্চ করা হবে বলে আশা কর হচ্ছে।
  • এই চিপসেট TSMC এর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2+6 কোর সেটআপ রয়েছে। এতে দুটি Cortex-A78 কোর (2.2GHz) পারফরমেন্সের জন্য এবং ছয়টি Cortex-A55 কোর (2.0GHz) এফিসিয়েন্সির জন্য হতে পারে।
  • বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে HMD Crest 2 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 743 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2285 স্কোর পেয়েছে।
  • ফোনটিতে 4GB, 6GB এবং 8GB RAM অপশন থাকতে পারে।

HMD Bold (MAHUZE) এর ডিটেইলস (লিক)

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD Bold ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। এতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A75 কোর এবং 1.6GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 কোর (2.0GHz) থাকতে পারে। এই প্রসেসর TSMC এর 12nm FinFET প্রসেসে তৈরি। HMD Bold ফোনটি 4GB ও 6GB RAM স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

শীঘ্রই পেশ হতে পারে HMD Crest 2 এবং HMD Bold

এখনও পর্যন্ত HMD এর পক্ষ থেকে আপকামিং ফোনগুলির লঞ্চ ডেট বা দামের সম্পর্কে জানানো হয়নি, প্রকাশ্যে আসা লিকের জন্য শীঘ্রই ফোনগুলি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। (সোর্স)

HMD Crest এর স্পেসিফিকেশন

আগের HMD Crest ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি + OLED প্যানেল দেওয়া হয়েছিল। এই ফোনটিতে Unisoc T760 চিপসেট, 6GB RAM এবং 128GB স্টোরেজ যোগ করা হয়েছিল। এই ফোনটিতে 33W ফাস্ট চার্জিং এবং 5,00mAh ব্যাটারি রয়েছে। ফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং AI লেন্স দেওয়া হয়েছিল। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছিল। এই ফোনটি Android 14 সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here