মার্কেটে 108MP ক্যামেরা সহ নতুন ফোন আনছে HMD Global, জেনে নিন ডিটেইলস

Nokia কোম্পানির ফোন নির্মাতা HMD Global কিছুদিনের মধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মধ্যে একটি হল HMD Fusion ফোন। HMD Fusion কে কোম্পানির আসন্ন মিডরেঞ্জ স্মার্টফোন বলা হচ্ছে যার স্পেসিফিকেশন লঞ্চের আগেই লিক হয়েছে। লিক রিপোর্ট থেকে জানা গেছে যে এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট, Qualcomm Snapdragon 778G চিপসেট এবং একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এই পোস্টে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

HMD Fusion ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিক রিপোর্ট এই ফোনটিতে একটি 6.6-ইঞ্চি 1080p IPS ডিসপ্লে থাকবে যা 120Hz এর রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই ফোনটি 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনে কোম্পানি Apple MagSafe এর মতো ফিচারও দেবে।

এছাড়াও এই ফোনে Qualcomm Snapdragon 778G চিপসেট পাওয়া যাবে। HMD Fusion ফোনের ক্যামেরায় একটি বিশেষ ফিচার থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী HMD এই ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিতে পারে।

HMD Fusion ফোনের লঞ্চের তারিখ

কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও অফিসিয়াল কোন তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি মিড-রেঞ্জ ক্যাটাগরিতে লঞ্চ হবে। HMD কোম্পানির ট্যাবলেটও মার্কেটে লঞ্চ হতে চলেছে।

HMD Tab এর ফিচার

লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি শীঘ্রই HMD Tab Lite ও লঞ্চ করতে পারে। এই ট্যাবে 1340 x 800 পিক্সেল রেজলিউশন সহ একটি 8.7 ইঞ্চি IPS ডিসপ্লে থাকবে। এই ট্যাবটি 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। এটি Unisoc T610 প্রসেসরে রান করবে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবে 8MP রিয়ার এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ট্যাবে 5500mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির এই ট্যাবটি 4G কানেক্টিভিটি সহ লঞ্চ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here