এই বছরই লঞ্চ হতে পারে Xiaomi Redmi K30, জানা গেল Redmi K30 Pro

চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi এই বছর তাদের ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে Redmi K20 এবং Redmi K20 Pro লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের বিস্তার ঘটিয়ে Redmi K30 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। 

আরও পড়ুন।: 60 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হতে পারে OPPO Reno 3

দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিকে শোনা যাচ্ছে যে Xiaomi তাদের Redmi K20 সিরিজের আপগ্ৰেডেড ভেরিয়েন্ট Redmi K30 এই বছরই লঞ্চ করবে। এর সঙ্গেই এই ফোনটির প্রো ভেরিয়েন্ট অর্থাৎ Redmi K30 Pro পেশ করার ব‍্যাপারেও কানাঘুষো শোনা যাচ্ছে। 

ভারতীয় টিপস্টার সুধাংশু অম্ভোর (@Sudhanshu1414) টুইটারে টুইট করে এই ফোনদুটির লঞ্চ সম্পর্কে তথ্য দিয়েছেন। এই টুইট অনুযায়ী Redmi K30 এই বছর অর্থাৎ  ডিসেম্বর বা তার আগে এবং Redmi K30 Pro আগামী বছর লঞ্চ করা হতে পারে। 

আরও পড়ুন : Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

আগের কিছু রিপোর্টে বলা হয়েছিল যে Redmi K30 তে ইউজাররা 5জি সাপোর্ট পাবেন। এছাড়া প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে এবং মিডিয়াটেক চিপসেট থাকতে পারে। এছাড়া কোম্পানি কিছু দিন আগে Redmi K30 ফোনটির প্রথম ঝলক পেশ করেছিল। এই ঘোষণা স্বয়ং কোম্পানির জেনারেল ম্যানেজার Lu Weibing করেছিলেন। 

জানিয়ে রাখি রেডমি সিরিজের এই আগামী স্মার্টফোন Redmi K30 স্মার্টফোন 5জি সাপোর্টের সঙ্গে লঞ করা হবে। জানিয়ে রাখি কিছু দিন আগে কোয়ালকম তাদের স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের চিপসেটে 5জি সাপোর্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই মনে করা হচ্ছে Redmi K30 কোয়ালকমের এই চিপসেটের সঙ্গেই লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 8T

দামের দিক থেকে Redmi K30 20,000 টাকার থেকে বেশি দামি হবে। Weibing এর পোস্টে এক ইউজার প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে Redmi K30 এর আনুমানিক দাম 2,000 ইউয়ান অর্থাৎ 20,000 টাকা হবে কি না যার উত্তরে রেডমি জিএম বলেছিলেন 5জি চিপসেট এখনও পর্যন্ত যথেষ্ট দামি। অর্থাৎ Redmi K30 20,000 টাকার বেশি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে। জানিয়ে রাখি ভারতীয় স্মার্টফোন মার্কেটে Redmi K20 এবং Redmi K20 Pro ফোনদুটি বেশি দামে লঞ্চ করায় কিছুটা সমস‍্যাতেই পড়তে হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here