জিওফোনকে টক্কর দেবে নোকিয়া, আনতে চলেছে নতুন 4জি ফিচার ফোন

নোকিয়া এই মাসে ইন্ডিয়ান মোবাইল বাজারে তাদের 4জি ফিচার ফোন নোকিয়া 8110 লঞ্চ করেছে। এই ফোনটি আজ থেকেই দেশে সেল করা শুরু হয়ে গেছে। বলে রাখা ভালো নোকিয়া 8110 4জি আজ থেকে 22 বছর আগে নোকিয়া 8110 ম‍্যাট্রিক্সের নতুন রূপ। নতুন নোকিয়া 8110 4জি নোকিয়ার প্রথম ফিচার ফোন। কিন্তু এখন শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নোকিয়া ফোনের সংখ্যা বাড়িয়ে আগামী সময়ে আরও 4জি ফিচার ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে।

নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট অজয় মেহেতা নোকিয়ার এই ঘোষণা অফিসিয়ালি জানিয়েছেন। অজয় মেহেতা ডিএন‌এ ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ডিএন‌এ ইন্ডিয়া তাদের রিপোর্টে বলেছে নোকিয়া ভারতে নোকিয়া 8110 4জি লঞ্চের পর আরও ফিচার ফোন ভারতে আনতে চায়। নোকিয়ার এই ফিচার ফোন খুব তাড়াতাড়ি ভারতে আসবে।

এই মুহূর্তে রিলায়েন্স জিওর জিওফোন ঝ জিওফোন 2 ভারতের ফিচার ফোন বাজারে প্রথম স্থানে রয়েছে। এটি একমাত্র 4জি কানেক্টিভিটি সাপোর্টেড ফোন এবং দেশের ফিচার ফোন বাজারে রাজ করছে। নোকিয়া 8110 4জি লঞ্চের পর জিওফোন ও জিওফোন 2 কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে নিশ্চিত। যেহেতু অনেক আগেই রিলায়েন্স জিওর জিওফোনদুটি বাজারে রাজ করছে তাই নোকিয়াকে নিজের জায়গা করে নিতে একটু বেগ পেতে হতে পারে।

জিওকে টক্কর দিতে এবং ভারতের ফিচার ফোন বাজারে নিজের জায়গা করে নিতে নোকিয়া ভবিষ্যতে আরও ফিচার ফোন লঞ্চ করবে। দামের দিক থেকে জিওফোন ও জিওফোন 2 নোকিয়া 8110 4জির তুলনায় অনেক সস্তা এবং নেটওয়ার্কের দিক থেকেও এই ফোনদুটি অন্য কোনো নেটওয়ার্কের ওপর নির্ভর করে না। এইসব কারণ ভারতের মাটিতে নোকিয়া ফিচার ফোনের রাজত্ব কায়েম করতে প্রধান বাধা হয়ে দাড়াতে পারে।

নোকিয়া 8110 4জি ফোনটি আজ থেকে সেল শুরু হয়েছে। এই ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। নোকিয়া 8110 4জি ফোনের দাম 5,999 রাখা হয়েছে। এই ফোনটি জিও ইন্টিগ্ৰেশনের সঙ্গে পাওয়া যায় যার ফলে এতে জিওর সিম ব‍্যবহার করলে 544 জিবি 4জি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here