জেনে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করার সহজ পদ্ধতি

স্মার্টফোনে লোকেশন সার্ভিস বা GPS ভীষণ গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর সাহায্যে যেমন ডিভাইসের লোকেশন জানা যায় তেমনি এই ফিচারটি নেভিগেশনেও সহায়তা করে। GPS রিসিভার সাপোর্ট করে এমন যে কোনও ডিভাইস সঠিক লোকেশনের তথ্য দেয়। GPS-এর সেরা উদাহরণ হল Google Maps, Apple Maps, যেখানে আপনি ম্যাপে রিয়েল টাইমে কোথায় আছেন সেটা দেখতে পারেন। এই পোস্টে আপনাদের Android এবং iPhone-এ GPS অর্থাৎ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন OPPO Reno 10 5G ফোনের স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম

অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন অন করার পদ্ধতি

আপনি দুটি উপায়ে Android ডিভাইসে লোকেশন অন করতে পারেন:

1. quick toggle এর সাহায্যে লোকেশন অন করুন

  • আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য নোটিফিকেশন ট্রের সাহায্য নিতে পারেন। quick toggle এর জন্য নোটিফিকেশন ট্রে এর নিচের দিকে সোয়াইপ করতে হবে। এই ফিচারটি Android 6 থেকে শুরু করে সমস্ত Android ডিভাইসে উপস্থিত রয়েছে৷
  • তারপর আপনি quick toggle এ ‘লোকেশন’ এর অপশনটি দেখতে পাবেন, যেটা আপনার GPS বাটন। GPS বা লোকেশন সার্ভিস ব্যবহার করার জন্য , এখান থেকে ‘লোকেশন’ এ ট্যাপ করে সেটি অন করে দিতে হবে।
  • আপনি যদি লোকেশনটি disable বা বন্ধ করে দেন, তাহলে আপনি আপনার ‘লোকেশন’ ট্র্যাক হওয়া আটকাতে পারবেন।

2. সেটিং থেকে লোকেশন অন করুন

  • লোকেশন বা GPS সার্ভিস অন করার জন্য Android ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলতে হবে।
  • সেটিংস অ্যাপে যাওয়ার পরে, নীচে স্ক্রোল করুন এবং ‘লোকেশন’ বিভাগটি খুঁজতে হবে।

  • একবার আপনি লোকেশন বিভাগটি খুঁজে পেলে, লোকেশন সার্ভিস অন বা অফ (Setting > Location) করতে পারবেন।

iPhone এ লোকেশন সার্ভিস অন করার পদ্ধতি

iPhone এ লোকেশন বা GPS সার্ভিস ব্যবহার করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: সবার প্রথমে আপনি আইফোনের সেটিংসে যান।
স্টেপ 2: সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি এবং সিকিউরিটি সার্ভিসে যেতে হবে।

স্টেপ 3: এখানে আপনি লোকেশন সার্ভিসের Toggle দেখতে পাবেন, যেটা অন করতে হবে। (Settings > Privacy & Security > Location Service > On/Off)

তারপর আইফোনে লোকেশন সার্ভিস অন হয়ে যাবে। তারপর যেই অ্যাপগুলিকে আপনি লোকেশন অ্যাক্সেস দিয়েছেন,সেগুলি অবিলম্বে লোকেশন অ্যাক্সেস করতে শুরু করে দেবে।

GPS কী?

GPS মানে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’। এটি এমন একটি সিস্টেম যা একটি GPS রিসিভারের পরিস্থিতি জানার জন্য উপগ্রহ এবং রেডিও টেকনিক ব্যবহার করে। 1960 এর দশকে আমেরিকা এই টেকনিকটি চালু করেছিল। সেই সময় এটি স্যাটেলাইট নেভিগেশন সম্পর্কিত এক্সপেরিমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। তারপর 1978 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ উপগ্রহের একটি নেটওয়ার্ক লঞ্চ করে। 2000 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের Selective Availability প্রোগ্রাম শেষ হওয়ার পর এই সার্ভিসটি ব্যক্তিগত এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ হয়ে ওঠে। আরও পড়ুন: মাত্র 12999 টাকা দামে লঞ্চ হল নতুন Lenovo Tab M9, জেনে নিন বিস্তারিত

লোকেশন সার্ভিস কেন প্রয়োজনীয়?

লোকেশন সার্ভিস আপনার ফোনের অবস্থান নির্ধারণ করে। Google Maps, Find My Phone ইত্যাদি অ্যাপগুলি আপনার ফোনের লোকেশন ব্যবহার করে এটা জানায় যে আপনার কোথায় ড্রাইভ করা উচিত, আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনটি কোথায় আছে, আপনার কাছাকাছি রেস্টুরেন্ট কোথায় আছে ইত্যাদি? তবে লোকেশন সার্ভিসগুলির মেরুদণ্ড হল GPS।

অ্যাপগুলি লোকেশন অ্যাক্সেসের অনুমতি চাইলে কী করবেন?

যেসব অ্যাপগুলি লোকেশন সার্ভিস ব্যবহার করে সেগুলি প্রথমবার চালু করার সময় আপনার থেকে লোকেশনের পারমিশন চাওয়া হবে। লোকেশন দেওয়ার আগে ভালো করে ভাববেন যে অ্যাপটির আপনার লোকেশনের কোন প্রয়োজন আছে কি না। যদিও লোকেশন সংক্রান্ত পারমিশন দেওয়ার সময় আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি সবসময় লোকেশনের অ্যাক্সেস দিতে চান নাকি যখন সেই অ্যাপটি ব্যবহার করছেন শুধু সেইসময়ের জন্য অ্যাক্সেস দিতে চান। আপনি চাইলে প্রাইভেসির কারণে লোকেশন পারমিশন Disable করতে পারেন। আরও পড়ুন: জেনে নিন Mirzapur, The Family Man থেকে শুরু করে এইসব সিরিজের নতুন সিজনের রিলিজ ডেট এবং ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here