15,999 টাকা দামে 8GB RAM, 8,200mAh ব্যাটারি ও 10 ইঞ্চির 2K ডিসপ্লে সহ লঞ্চ হল HMD T21 ট্যাবলেট, দেখে নিন স্পেসিফিকেশন

ভারতের বাজারে HMD Global তাদের নতুন HMD T21 ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটটি মিড-রেঞ্জে 15,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটটিতে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ অসাধারণ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটটির সঙ্গে ফ্রি ক্লাউড গেমিং বান্ডেল অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD T21 ট্যাবলেটের ডিটেইলস সম্পর্কে।

HMD T21 ট্যাবলেটের দাম

HMD T21 ট্যাবলেটটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে 1 হাজার টাকার ডিসকাউন্ট সহ 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে লঞ্চ অফার হিসাবে বিনামূল্যে 2 মাস পর্যন্ত Blacknut ক্লাউড গেমিং সার্ভিস পাওয়া যাচ্ছে। একইসঙ্গে ফ্রিতে ইউজারদের 500+ গেম এবং 3 এক্সক্লুসিফ আউটফিট (Gaming, Flashy এবং Casual) অ্যাক্সেস দেওয়া হচ্ছে। 17 জুলাই থেকে HMD T21 ট্যাবলেটটির সেল শুরু হবে।

HMD T21 ট্যাবলেটের স্পেসিফিকেশন

  • 10.36″ 2K Display
  • UNISOC T612 CPU
  • 8GB RAM + 128GB Storage
  • 18W 8,200mAh Battery
  • 8MP Back Camera
  • 8MP Front Camera

ডিসপ্লে

HMD T21 ট্যাবলেটটিতে 5:3 অ্যাস্পেক্ট রেশিও এবং 2000 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 10.36 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে Toughened Glass প্রোটেকশন রয়েছে। এই স্ক্রিনে 400 নিটস ব্রাইটনেস এবং SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত এটি ব্যাবহার করলে চোখ সুরক্ষিত থাকবে।

প্রসেসর

HMD T21 ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবলেটটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.82GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি612 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 GPU রয়েছে।

স্টোরেজ

এই এইচএমডি ট্যাবলেটটি 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4 RAM ফিচার রয়েছে, এর ফলে স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। অন্যদিকে ডেটা, মিডিয়া ও ফাইল সেভ করার জন্য ট্যাবলেটে 128GB স্টোরেজ রয়েছে। এই ট্যাবলেটে মেমরি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ট্যাবলেটটির ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। দুই দিকে 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। ব্যাক প্যানেলে অটোফোকাস ফিচার সহ এলইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য HMD T21 ট্যাবলেটটিতে শক্তিশালী 8,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার

HMD T21 ট্যাবলেটটিতে স্টিরিও স্পিকার, ডুয়েল মাইক্রোফোন এবং OZO অডিও সাপোর্ট করে। এই ট্যাবলেটে 3.5mm অডিও জ্যাক এবং FM রেডিও রয়েছে। কানেক্টিভিটির জন্য ট্যাবলেটটিতে 4G VoLTE, Wi-Fi 802.11ac ও Bluetooth 5.0 মতো ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এতে ডাস্ট স্প্ল্যাশ রেজিস্টেন্স IP52 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here