ভারতের বাজারে HMD তাদের নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং ফোনটি HMD Vibe 5G নামে পেশ করা হবে। HMD এর X অ্যাকাউন্ট এবং HMD India ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের প্রথম অফিসিয়াল টিজার লাইভ হয়েছে। এই টিজারের মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন, ক্যামেরা ডিটেইলস এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে। যারা কম দামে 5G ফোন খুঁজছেন, এই ফোনটি তাদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Vibe 5G ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা টিজারে দেখা গেছে HMD Vibe 5G ফোনটির রেক্টেঙ্গুলার মডিউলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP এর AI প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি সেন্সর থাকবে। এই ক্যামেরা মডিউলে রাউন্ডেড কর্নার এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর অন্যতম বড় বিশেষত্ব হল ক্যামেরা মডিউলে অবস্থিত দুটি ইলুমিনেটেড লাইট স্ট্রিপ। এর মধ্যে একটি উপরের বাঁদিকের কোণায় এবং আরেকটি নিচের ডানদিকের কোণায় রয়েছে। এটি Glyph-স্টাইল লাইটিঙের মতো দেখাচ্ছে।
New beginnings bring new energy.
This time, it’s all about the vibe.
HMD Vibe 5G. Issa Vibe.
Coming soon!#HMD #HMDIndia #HMDIssaVibe #HMDVibe5G #IssaVibe #ComingSoon #StayTuned pic.twitter.com/yPYStG1zVo— HMD India (@HMDdevicesIN) August 28, 2025
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে HMD Vibe 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি কামিং সুন লিখে টিজ করা হচ্ছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি উৎসবের মরশুমে বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই Vibe 5G ফোনটি অনলাইন সাইট Flipkart বা Amazon ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে কি না এই বিষয়ে স্পষ্ট জানানো হয়নি। তবে কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন চ্যানেল সহ অনলাইনের মাধ্যমে ফোনটি সেল করা হতে পারে। বর্তমানে ফোনটি শুধুমাত্র পার্পল এবং ব্ল্যাক কালার অপশনে টিজ করা হচ্ছে। অন্যদিকে কোম্পানি তাদের আপকামিং ফোনটি প্রথম “Vibe” সিরিজের ফোন হিসাবে টিজার জারি করেছে। এই ইউনিক লাইটিং সিম্পল হলেও, এন্ট্রি লেভেল সেগমেন্টে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
বেশ কিছু দিন আগে একটি ইন্টার্ভিউতে HMD India এর VP এবং CEO রবি কুনওর জানিয়েছিলেন কোম্পানি 10,000 টাকার চেয়ে কম দামে ভারতে 5G ফোন লঞ্চ করতে পারে। তাই HMD Vibe 5G ফোনটি নাম প্রকাশ্যে আসা পর মনে করা হচ্ছে, এটি সেই ফোনটি হতে পারে। এই তথ্য সঠিক হলে এই বাজেট রেঞ্জে আপকামিং ফোনটি বাজারে উপস্থিত realme C73 , iQOO Z10 Lite এবং Lava Storm Lite ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা 10,000 টাকা চেয়ে কম দামে ইউনিক ডিজাইন সহ 5G ফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং HMD Vibe 5G ফোনটির অপেক্ষা করতে পারেন। এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তাই HMD Vibe 5G ফোনটির জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। এই ফোনটির সম্পর্কে যেকোনো আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










