HMD Global তাদের নতুন বাজেট স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং স্মার্টফোনটি HMD Vibe2 নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি আগের HMD Vibe মডেলের ডাউনগ্রেড ভার্সন হতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনটি ই-কমার্স লিস্টিং এবং EPREL ডেটাবেসে দেখা গিয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটি আগের মডেলের তুলনায় হালকা হতে চলেছে। চলুন বিস্তাইত জেনে নেওয়া যাক HMD Vibe2 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
প্রকাশ্যে আসা লিক ডিএইলস অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে আসন্ন HMD Vibe2 স্মার্টফোনটি Unisoc T606 4G প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। আগের HMD Vibe মডেলে Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছিল। পারফরমেন্সের দিক দিয়ে স্মার্টফোনটির Snapdragon 680 চিপসেট বেঞ্চমার্ক Geekbench 3DMark এবং AnTuTu স্কোর পেয়েছে, এটি T606 চিপসেটের থেকে বেশি। Vibe2 স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে, ডিসপ্লেয়ের ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। আপকামিং মডেলে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল ডিজাইনের পরিবর্তে ওয়াটার ড্রপ-নচ ডিজাইন দেওয়া হতে পারে। যা এটি ইউজারদের নিরাশ করতে পারে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর সহ দুটি 0.08MP সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5MP ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি সহ মাত্র 10W চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এটি অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে এবং microSD কার্ডের মাধ্যমে এই স্টোরেজ বাড়ানো যাবে।
অন্যান্য ফিচারের হিসাবে স্মার্টফোনটিতে IP52 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 3.5 মিমি হেডফোন জ্যাকের মতো বিভিন্ন ফিচার থাকতে পারে। আসন্ন স্মার্টফোনটি অস্ট্রেলিয়ায় AUD 288 অর্থাৎ প্রায় 15,500 টাকার দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। HMD Vibe2 স্মার্টফোনটি Light Titanium এবং Dark Grey এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
আগের মডেলের তুলনায় HMD Vibe2 স্মার্টফোনটি ডাউনগ্রেড দেখাচ্ছে। বিশেষ করে প্রসেসর এবং ডিসপ্লে ডিজাইন দেখে মনে করা হচ্ছে। অর্থাৎ HMD Vibe2 ফোনটি বাজেট 4G স্মার্টফোন হলেও আগের চেয়ে ভালো নয়।এই প্রাইস রেঞ্জে মার্কেটে অনেক সুন্দর অপশন রয়েছে। এমনকি আগের HMD Vibe ফোনটি পাওয়া গেলে সেটিও ভ্যালু ফর মানি হবে।
যারা 15,000 টাকা বাজেট রেঞ্জে গ্লোবাল বাজারে দারুণ 4G স্মার্টফোন খুঁজছেন, তাদের জানিয়ে রাখি আপকামিং HMD Vibe2 স্মার্টফোনটি শুধুমাত্র বেসিক প্রয়োজন মেটাতে সক্ষম। তবে এই রেঞ্জে বাজারে উপস্থিত Redmi Note 13 বা Infinix Hot 50 5G স্মার্টফোনগুলি একটি ভালো অপশন হতে পারে। নোট 13 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6080 চিপ, 6.67 ইঞ্চির ডিসপ্লে, 108MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো ফিচারগুলি রয়েছে। অন্যদিকে হট 50 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর, 6.7 ইঞ্চির ডিসপ্লে, 48MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি রয়েছে।











