গ্লোবাল মার্কেটে লঞ্চ হল HMD XR21 রাগেড স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

HMD Global গত বছর নোকিয়া ব্র্যান্ডের অধীনে পেশ করা XR21 ফোনের নতুন রিব্র্যান্ডেড ভার্সন লঞ্চ করেছে। HMD XR21 নামের এই রাগেড ফোনটি ইউরোপের মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনে 6.49 ইঞ্চির ডিসপ্লে, Snapdragon 695 5G চিপসেট, 64MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে। এই ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD XR21 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: HMD XR21 ফোনে 6.49 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 550 নিটস ব্রাইটনেস, 20:9 আসপেক্ট রেশিও এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: HMD XR21 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্লাহ সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4800mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: HMD XR21 ফোনে ডুয়েল স্পিকার, ফেস আনলক ফিচার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68/69 রেটিঙের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম, 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপগ্রেড পাওয়া যাবে।

HMD XR21 ফোনের দাম

  • HMD XR21 ফোনটি 6GB RAM + 128GB সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির দাম 599.99 ইউরো অর্থাৎ প্রায় 54,215 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি বাজারে শুধুমাত্র মিডনাইট ব্ল্যাক কালারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here