টেক ব্র্যান্ড অনার তাদের ‘400’ সিরিজের অধীনে ইতিমধ্যে Honor 400, 400 Lite এবং 400 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের পরিধি বাড়িয়ে গ্লোবাল বাজারে Honor 400 Smart নামে একটি নতুন ফোন পেশ করেছে। স্পেনের রিটেইল ওয়েবসাইটে ফোনটি 6,500mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। Honor 400 Smart ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Honor 400 Smart ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Honor 400 Smart ফোনে 720 x 1610 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 700nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
Honor 400 Smart 5G ফোনটি Android 15 বেসড Magic UI 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। আমরা জানতে পেরেছি স্পেনে এই ফোনটি 4GB RAM এবং 128GB storage সহ পেশ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Honor 400 Smart 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
Honor 400 Smart 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি রয়েছে। এটি এই ফোনের অন্যতম বড় বিশেষত্ব। জানিয়ে রাখি এই সিরিজের সবকটি ফোনেই বড় ব্যাটারি যোগ করা হয়েছে। মে মাসে চীনে লঞ্চ হওয়া Honor 400 5G ফোনে 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। কিছু দিন আগে ভারতে Honor X9c ফোনটি 6,600mAh ব্যাটারি রয়েছে।
এক নজরে Honor 400 Smart 5G
কোম্পানি লেটেস্ট Honor 400 Smart 5G ফোনে বড় ব্যাটারি যোগ করলেও, অন্যান্য স্পেসিফিকেশনের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রসেসর বেশ পুরনো এবং RAM-ও কম। স্ক্রিন সাইজে বড়, তবে LCD প্যানেল দিয়ে তৈরি এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির দাম ঘোষণা করা হয়নি। তবে ফোনটির স্পেসিফিকেশন দেখে আশা করা হচ্ছে এটির দান ভারতীয় কারেন্সি অনুযায়ী 15 হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে।
Honor 400 Smart ফোনের প্রতিদ্বন্দ্বী
ভারতে Honor 400 Smart ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে 15 হাজার টাকার চেয়ে কম দামে বড় ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইলে 6,500mAh ব্যাটারি সহ Vivo T4x এবং 6,000mAh ব্যাটারি সহ realme P3x বেশ উল্লেখযোগ্য। এই দুটি ফোনেই 8GB RAM এর সঙ্গে যথাক্রমে ডায়মেনসিটি 7300 এবং ডায়মেনসিটি 6400 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য উভয় ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।










