অনার 8সি হল ভারতে লঞ্চ, এটি স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করা পৃথিবীর প্রথম স্মার্টফোন

গত মাসে টেক কোম্পানি অনার আন্তর্জাতিক মঞ্চে তাদের নতুন স্মার্টফোন অনার 8সি অফিসিয়ালি লঞ্চ করে। অনার 8সি বিশেষ হ‌ওয়ার অন‍্যতম একটি কারণ ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করা পৃথিবীর প্রথম ফোন। চীনা বাজারে লঞ্চ হ‌ওয়া এই সুন্দর স্মার্টফোন আজ ভারতীয় বাজারেও চলে এসেছে। অনার ইন্ডিয়া তাদের নতুন স্মার্টফোন অনার 8সি ভারতে লঞ্চ করে দেওয়া হয় এবং এই ফোনটি 11,999 টাকা দামে 10 ডিসেম্বর থেকে সেল করা হবে।

3 রেয়ার ক‍্যামেরাওয়ালা এক্সজেড4 এর ভিডিও এল সামনে, এটি হবে সোনীর সবচেয়ে শক্তিশালী ফোন

অনার 8সি এর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করা পৃথিবীর প্রথম স্মার্টফোন। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশনের মধ্যে উল্লেখযোগ্য হল ফোনটি ট্রেন্ডে চলা নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়। এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল ভিউ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে নিচের দিকের বডি পার্টে অনার লেখা আছে এবং অন্য তিন দিক সম্পূর্ণ বেজল লেস করা হয়েছে। অনার 8সি ফোনটি কোম্পানি দ্বারা ইএম‌ইউআই 8.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে।

অনার 8সিতে দেওয়া কোয়ালকমের লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 632 চিপসেট 14 এন‌এম টেকনোলজিতে কাজ করে। ফোনে দেওয়া এই টেকনিক ফোনটিকে অত্যন্ত ফাস্ট ও স্মুথ বানায়। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 506 আছে। কোম্পানি এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করেছে। ভারতে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে একটি 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত এবং অপরটি 64 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

3 জিবি র‍্যাম ও 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত এই নচ ডিসপ্লে স্মার্টফোনের দাম হল 1,000 টাকা কম

ফোটোগ্ৰাফির জন্য অনার 8সি এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

অনার 8সি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। অনার 8সি ভারতে অরোরা ব্ল‍্যাক, প্ল‍্যাটিনাম গোল্ড, মিডনাইট ব্ল‍্যাক ও নেবুলা পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা রাখা হয়েছে।

অনার 8সি 10 ডিসেম্বর থেকে শপিং সাইট আমাজনের সঙ্গে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কেনা যাবে। লঞ্চ অফারে অনার ফ‍্যান ও জিও ইউজারদের 4,450 টাকার ক‍্যাশব‍্যাক দেওয়া হচ্ছে। এছাড়া জিও ইউজারদের অনার 8সি কিনলে 100 জিবি 4জি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here