Highlights
- টিপস্টার Honor 90 ফোনের লঞ্চ ডেট জানিয়েছেন।
- আশা করা হচ্ছে এই ফোনটি আগামী 21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে।
- এতে 200MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
অনার ঘোষণা করে জানিয়ে দিয়েছে শীঘ্রই ভারতে Honor 90 ফোনটি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি। তবে বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট সামনে এসেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি আগামী 21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে। কোথা থেকে এই তথ্য জানা গেছে এবং এই ফোনে কি কি বিশেষত্ব পাওয়া যাবে সেই বিষয়ে নিচে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V29e স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে ওয়ানপ্লাস এবং রিয়েলমি
Honor 90 এর লঞ্চ ডেট (লিক)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Honor 90 ফোনটির লঞ্চ ডেট জানা গেছে। ভারতে আগামী 21 সেপ্টেম্বর এই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে। পোস্টে দেখা যাচ্ছে টিপস্টার অভিষেক যাদব ফোনটির লঞ্চের কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন এই বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। এবার অপেক্ষা কোম্পানির অফিসিয়াল ঘোষণার।
I heard that Honor 90 will launch on 21 September, 2023, But I am not sure about that.#Honor #Honor90 pic.twitter.com/H4mVmnnLM7
— Abhishek Yadav (@yabhishekhd) August 27, 2023
Honor 90 এর স্পেসিফিকেশন (চীন)
চীনে এই ফোনটি লঞ্চ করা হয়েছে, বর্তমানে মনে করা হচ্ছে এই ফোনটি ভারতেও একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে।
- ডিসপ্লে: এই ডিভাইসটিতে 1.5K রেজলিউশন সহ 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।
- প্রসেসর: শক্তিশালী পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই স্মার্টফোনটি 16GB পর্যন্ত RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
- ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 200MP প্রাথমিক ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও একটি 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- OS: Honor 90 ফোনটি Android 13 বেসড MagicUI 7.1-এ রান করে।
- অন্যান্য: এই ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 6, USB Type-C 2.0, Bluetooth 5.2 এর মতো অনেক ফিচার দেওয়া হয়েছে।
- ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন হল 161.9 x 74.1 x 7.8mm এবং ওজন 183 গ্রাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন