কম দামে 5000 mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Honor 9A, জেনে নিন ফুল স্পেসিফিকেশন

Huawei এর সাব ব্র‍্যান্ড Honor গত মার্চ মাসে চীনে Honor 9A স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই মিড রেঞ্জ ক‍্যাটাগরির ফোনটি আন্তর্জাতিক স্থরে পেশ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এক‌ই সঙ্গে ফোনটি ভারতেও আসতে চলেছে। তবে এখনও পর্যন্ত ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor 9A এর আন্তর্জাতিক ভেরিয়েন্ট এবং চীনের ভেরিয়েন্টে র‍্যাম এবং প্রসেসরের পার্থক্য আছে। কোম্পানি আন্তর্জাতিক স্তরে ফোনটি কম র‍্যাম (3 জিবি) এর সঙ্গে লঞ্চ করেছে। আবার এই ফোনে কোম্পানির নিজস্ব চিপসেটের বদলে মিডিয়াটেকের চিপসেট ব‍্যবহার করা হয়েছে। তবে ফোনটির ভেরিয়েন্টদুটির লুকের ক্ষেত্রে কোনো তফাৎ নেই।

দাম

Honor 9A ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি 3 জিবি ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 149 ইউরো (প্রায় 12,000 টাকা) রাখা হয়েছে। আগামী 1 জুলাই থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতেও চলে আসবে।

স্পেসিফিকেশন

Honor 9A ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে। এতে কোম্পানি 3 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক MT6765 চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Honor 9A তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি 5 মেগাপিক্সেলের ওয়াইড আ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 33 ঘন্টা পর্যন্ত 4জি কলিং, 35 ঘন্টা ভিডিও প্লেব‍্যাক এবং 37 ঘন্টা পর্যন্ত এফ‌এম রেডিও প্লেব‍্যাক দিতে সক্ষম। Honor 9A ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ম‍্যাজিক ইউআই 3.1 দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here