ভারতের মার্কেটে লঞ্চ হল Honor Pad X8 ট্যাবলেট, দাম মাত্র 11,999 টাকা

Highlights

  • Honor Pad X8 ট্যাবলেটে 64GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • এতে 10.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই ট্যাবলেটে এক সঙ্গে 10 টাচ পর্যন্ত ইনপুট রেজিস্টার করা যায়।

3 বছরের বিরতির পর Honor আবার ভারতে সক্রিয় হয়ে উঠেছে। 2020 এর পর থেকে কোম্পানি ভারতে তাদের মোবাইল ফোন বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। তবে আবার এই বছর অর্থাৎ 2023 সালে ব্র্যান্ডের পক্ষ থেকে ভারতে Honor Pad X8 ট্যাবলেট পেশ করা হয়েছে। এই ট্যাবলেটের সঙ্গে কোম্পানি ফ্লিপ কভারও দিচ্ছে। এই ডিভাইসে 10.1 ইঞ্চির ডিসপ্লে, 4GB RAM এবং 5100mAh ব্যাটারির মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেও যাক এই লেটেস্ট ট্যাবলেটের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 10 হাজারের কম দামে লঞ্চ হবে Jio Phone 5G, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

Honor Pad X8 এর দাম এবং সেল

Honor Pad X8 ট্যাবলেটে 4GB RAM + 64GB স্টোরেজসহ 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ডিভাইস সেল করা হবে। এই ট্যাবলেট কেনার সময় SBI Credit Card ব্যাবহার করে EMI পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

Honor Pad X8 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: প্যাড এক্স8 ট্যাবলেটে 10.1 ইঞ্চির এলসিডি প্যানেল ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে 1920 x 1200 পিক্সেল রেজলিউশন, 16:10 আসপেক্ট রেশিও এবং 224 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ডিভাইসের স্ক্রিন টু বডি রেশিও 80.6% যার ফলে এতে সুন্দর ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ডিসপ্লের অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এর মাল্টি টাচ সাপোর্ট। অর্থাৎ এই ট্যাবলেটে এক সঙ্গে 10টি টাচ ইনপুট রেজিস্টার করা যায়।
  • প্রসেসর: অনার প্যাড এক্স8 এ ভালো পারফরমেন্সের জন্য অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক MT8786 চিপসেট রয়েছে।
  • RAM এবং স্টোরেজ: এই ট্যাবলেটটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ যোগ করা হয়েছে। তবে আগামী দিনে এই ডিভাইসের আরও ভেরিয়েন্ট পেশ করা হতে পারে। ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি মেমরি বাড়ানোর জন্য এতে এসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এতে 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় তিন ঘন্টা সময় লাগে।
  • OS: এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 4.0 তে কাজ করে।
  • অডিও: এতে 2.2 সিসিযুক্ত স্পিকার দেওয়া হয়েছে যা যথেষ্ট হাই কোয়ালিটি অডিও প্রদান করতে সক্ষম।
  • কানেক্টিভিটি: এই ডিভাইসে ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাই 802.11 a/b/g/n/ac রয়েছে।
  • ওজন এবং ডায়মেনশন: এই ট্যাবলেটের ডায়মেনশন 40.2 × 159 × 7.55mm এবং ওজন 460 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here