বড় ডিসপ্লে,।64MP ক‍্যামেরা ও 4300mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Honor Play 4, জেনে নিন এর বিশেষত্ব

Huawei এর সাব ব্র‍্যান্ড Honor আজ তাদের ‘অনার প্লে’ সিরিজে এক সঙ্গে Honor Play 4 এবং Honor Play 4 Pro নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের ফোন সম্পর্কে ক্রমাগত লিক পাওয়া যাচ্ছিল, এবার অবশেষে তা শেষ হল। এই দুটি ফোন‌ই 5জি সাপোর্টেড এবং এর মধ্যে Honor Play 4 Pro ফোনটিতে বডি টেম্পারেচার মাপার জন্য ইন্ফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটি যথেষ্ট উল্লেখযোগ্য ফিচার। চলুন দেখে নেওয়া যাক Honor Play 4 এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

দাম

Honor Play 4 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে দুটি র‍্যাম ও একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 1,799 ইউয়ান (প্রায় 19,090 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 21,210 টাকা) রাখা হয়েছে। ইতিমধ্যে ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 12 জুন থেকে চীনে ফোনটির সেল শুরু হবে।

ডিজাইন

কোম্পানি তাদের Honor Play 4 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এতে ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাট‌আউটটি অবস্থিত এবং এর মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর প্লেসড করা হয়েছে। ফোনটির তিনদিকের বেজল নেই বললেই চলে তবে নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বেজল আছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন আছে এবং এই পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে একের পর এক চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেন্সরগুলির পাশে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং সেন্সর ডিটেইলস লেখা আছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে কোম্পানির ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Honor Play 4 এ 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.81 ইঞ্চির এইচডি+ এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে EMIUI 10.1 এ কাজ করে এবং এটি 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর (4 × 2 গিগাহার্টস কর্টেক্স A76 + 4 × 2 গিগাহার্টস কর্টেক্স A55 CPUs) মিডিয়াটেক Dimensity 800 (MT6873) চিপসেটে রান করে। এছাড়াও এই ফোনে 6 জিবি ও 8 জিবি LPDDR4X RAM ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

ফোটোগ্রাফির জন্য Honor Play 4 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চাযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চাযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor Play 4 এ 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, 5G (SA/NSA) / ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 802.11 ac (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here