চীনের বাজারে Honor তাদের নতুন Honor Play10T 5G স্মার্টফোন লঞ্চ করেছে। গত কাল এই প্লে সিরিজের অধীনে Honor Play10 স্মার্টফোনটিও পেশ করা হয়েছিল। যারা বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখে এই Honor Play10T 5G স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি, 12GB RAM,50MP ক্যামেরা, 6.8 ইঞ্চির ডিসপ্লেয়ের মতো ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Play10T 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Honor তাদের Honor Play10T 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই মডেলের 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান অর্থাৎ প্রায় 12,300 টাকা, 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 14,800 টাকা এবং টপ মডেল 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান অর্থাৎ প্রায় 17,200 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনগুলি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Honor Play10T স্মার্টফোনটিতে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 850 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে অ্যালুমিনোসিলিকেট গ্লাস প্রোটেকশন এবং আই কমফোর্ট মোড যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ফলে মিড বাজেট রেঞ্জে একটি ভালো অপশন।
সবচেয়ে বড় বিশেষত্ব Honor Play10T স্মার্টফোনটির ব্যাটারি। এই স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45W ওয়্যার্ড চার্জিং ফিচার সহ রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর ফলে অন্যান্য স্মার্টফোনও চার্জ করা যাবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ার প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Honor Play10T স্মার্টফোনটিতে IP65 রেটিং রয়েছে। একইসঙ্গে এতে ডুয়েল স্পিকার, Wi-Fi 5, Bluetooth 5.1, NFC এবং সিঙ্গেল ফ্রিকোয়েন্সি GPS এর মতো ফিচার সাপোর্ট করে। কোম্পানি বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনের ভলিউম 400% বেশি হতে পারবে। স্মার্টফোনটির থিকনেস 8.24mm এবং ওজন 207 গ্রাম। এটি SGS এর মাধ্যমে 5 স্টার ডিউরেবিলিটি সার্টিফিকেশন পেয়েছে।
Honor Play10T স্মার্টফোনটি বাজারে উপস্থিত realme P3, Infinix Note 50s এবং POCO M7 Plus 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কম দামে এই স্মার্টফোনে দুর্দান্ত ফিচার পাওয়া যায়।
যারা চীনের বাজারে বড় ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এছাড়া আরও ভালো পারফরমেন্সের জন্য অন্যান্য অপশনও দেখতে পারেন।











