লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor X70 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আবারও Honor তাদের মিড বাজেটে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে নতুন Honor X70 ফোনটি চীনে লঞ্চ করতে পারে। এটি আগের Honor X60 মডেলের সাক্সেসার হতে চলেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আগেই আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছিল। নিচে এই ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X70 এর স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Honor X70 ফোনটির কোডনেম “Martin” রাখা হয়েছে। এই ফোনটিতে পাওয়ারফুল ফিচার দেওয়া হতে পারে।

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Honor X70 ফোনটিতে 6.79 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে। এটি আগের X60 মডেলের LCD ডিসপ্লেয়ের তুলনায় আপগ্রেডেড।
  • প্রসেসর: ফোনটিতে লো-পাওয়ার চিপসেট দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি X60 ফোনটিতে 6nm MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর ছিল, তাই X70 ফোনটিতে একই রেঞ্জের চিপসেট থাকতে পারে।
  • ব্যাটারি: Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী ফোনটিতে ‘বড় ব্যাটারি’ থাকতে পারে। তিনি নির্দিষ্ট ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে না জানালেও, Honor এর Power স্মার্টফোনে ব্যাবহৃত 8,000mAh ব্যাটারি এবং বাজারে ক্রমবর্ধমান 8,000mAh ব্যাটারি ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে আপকামিং Honor X70 ফোনেও এই রেঞ্জের কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।

Honor X70 এর ডিজাইন ও কালার অপশন (লিক)

আপকামিং Honor X70 ফোনটির ডিজাইন ব্র্যান্ডের লঞ্চ হওয়া X-সিরিজের মতো হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি স্লিম এবং অত্যন্ত হালকা ডিজাইনে লঞ্চ করা হতে পারে। তবে ফোনটি আগের মডেলের তুলনায় ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে Moon Shadow White, Bamboo Blue এবং Phantom Night Black এর মতো কালার অপশন থাকতে পারে।

Honor X70 এর লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত Honor এর পক্ষ থেকে Honor X70 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে লিক অনুযায়ী জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি, উপরোক্ত সমস্ত ডিটেইলস লিক থেকে পাওয়া গেছে। তাই যতদিন না কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হচ্ছে, ততদিন এইসব তথ্যগুলিকে শুধুমাত্র ধারণা বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here