2020 সাল প্রায় শেষ হতে চলেছে এবং প্রত্যেকে অধীর আগ্রহে নতুন বছরের জন্য অপেক্ষা করছে। অনেকেই হয়ত ভাবছেন 2021 সাল তাদের জীবনে সুসংবাদ বয়ে আনবে। কিন্তু প্রত্যেক বছরের মতো এবারও নতুন বছর শুরু হলেই WhatsApp পুরোনো অপারেটিং সিস্টেমে তাদের পরিষেবা বন্ধ করে দেবে। এবিষয়ে হোয়াটসঅ্যাপ নতুন লিস্ট পেশ করেছে। 2021 সালের শুরু থেকেই অর্থাৎ 1 জানুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপ কিছু পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সঙ্গে আইফোনে কাজ করা বন্ধ করে দেবে। এক নজরে দেখে নিন আগামী বছর কোন কোন ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।
আরও পড়ুন: লঞ্চের আগেই আমাজনে লিস্টেড হল Moto G Stylus (2021), জানা গেছে দাম ও স্পেসিফিকেশন
কেন প্রত্যেক বছর WhatsApp কিছু ফোনে কাজ করা বন্ধ করে দেয়?
রিপোর্ট অনুযায়ী আগামী বছর থেকে আইওএস 9 এবং অ্যান্ড্রয়েড 4.0.3 অপারেটিং সিস্টেমের নিচের অপারেটিং সিস্টেমযুক্ত ফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না। এবিষয়ে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেজে ইউজারদের অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন ব্যবহার করার উপদেশ দেয় যেখানে এই অ্যাপের সমস্ত ফিচার ব্যবহার করা যাবে।
কোন Android ফোনে কাজ করবে না WhatsApp?
এই লিস্টে HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr, Samsung Galaxy S2 সহ আরও কিছু মডেল আছে। আপনার ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে ফোনের অ্যান্ড্রয়েড ও আইফোনের সেটিংসে যেতে হবে।
আরও পড়ুন: 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 6000mAh ব্যাটারীযুক্ত Redmi 9 Power, জেনে নিন দাম
কোন iPhone মডেলে কাজ করবে না WhatsApp?
অ্যাপেলের iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 ও iPhone 6S এর অপারেটিং সিস্টেম iOS 9 আপডেট করাতে হবে। জানিয়ে রাখি iPhone 6S, 6 Plus ও iPhone SE প্রথম জেনারেশনের আইফোন যা iOS 14 পর্যন্ত আপডেট করা যায়।
ফোন কিভাবে আপডেট করবেন?
Android ইউজারদের ক্ষেত্রে, প্রথমে Settings এ যেতে হবে। সেখানে About Phone এ গিয়ে ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা যাবে। যাদের ফোন আপডেট করার সুযোগ থাকবে তাদের শীঘ্রই সফটওয়্যার আপডেট করে নিতে হবে। আর যেসব ইউজারদের ফোনে আপডেট করার অপশন নেই তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য নতুন ফোন নিতে হবে।
আরও পড়ুন: চীনের কোম্পানিকে টক্কর দিতে আসছে Nokia 5.4, জেনে নিন বিশেষত্ব
যদি আপনি iPhone ইউজার হয়ে থাকেন তবে প্রথমে ফোনের Settings এ যান। তারপর General এ ট্যাপ করুন। এরপর Information এ গেলে আপনার আইফোনের সফটওয়্যার ডিটেইলস পেয়ে যাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন