6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 15 হাজার টাকার চেয়েও কম দামে গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor X7d 5G স্মার্টফোন

আজ গ্লোবাল মার্কেটে অনার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়ার বাজারে এই ফোনদুটি Honor X9d এবং Honor X7d নামে পেশ করা হয়েছে। 8300mAh ব্যাটারি, 108MP ক্যামেরা এবং 12GB RAM সহ Honor X9d ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। Honor X7d 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হল। এই সস্তা ফোনটির দাম MYR 699 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 14,699 টাকার কাছাকাছি রাখা হয়েছে।

Honor X7d 5G ফোনে 2.0GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU যোগ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Android 15 বেসড Magic OS 9.0 সহ পেশ করা হয়েছে। বাজেট বিচার করলে ফোনটির চিপসেট মন্দ নয়।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Honor X7d 5G ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। বর্তমান ট্রেন্ডে বাজেট ক্যাটাগরির এই ফোনটির ব্যাটারি ইউজারদের যথেষ্ট খুশি করবে বলে মনে করা হচ্ছে।

Honor X7d 5G ফোনে 1610 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। TFT LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 850nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির রিফ্রেশ রেট ঠিকঠাক হলেও, ব্রাইটনেস কম মনে হতে পারে। জোরালো আলোয় ফোনটি ব্যাবহার করতে সমস্যা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Honor X7d 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ভারতের বাজারে আপাতত Honor X7d 5G ফোনটি লঞ্চ করা হবে না। তবে এই রেঞ্জেই অর্থাৎ 15,000 টাকার চেয়ে কম দামে POCO M7 Plus এবং Redmi 15 ফোনগুলি 5G স্মার্টফোন হিসাবে যথেষ্ট উল্লেখযোগ্য অপশন। এই দুটি ফোনেই 7,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই রেঞ্জে বাজারে উপস্থিত iQOO Z10x 5G ফোনটিতে 6,500mAh ব্যাটারি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here