8300mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল 12GB RAM এর ক্ষমতাসম্পন্ন Honor X9d 5G স্মার্টফোন

গত জুলাই মাসে অনার মিড বাজেট সেগমেন্টে 21,999 টাকা দামে Snapdragon 6 Gen 1 প্রসেসর, 6600mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা সহ Honor X9C স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই সিরিজের অধীনে Honor X9d স্মার্টফোন পেশ করা হয়েছে। প্রথমে এই ফোনটি মালয়েশিয়ার বাজারে সেল করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে। নতুন Honor X9d 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor X9d 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির বড় ব্যাটারি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 8300mAh Battery যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করার পর ফোনটি সাধারণ ব্যাবহারে 3 দিন পর্যন্ত কাজ করতে সক্ষম। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Reverse Charging টেকনোলজি দেওয়া হয়েছে।

Honor X9d 5G ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে, ফলে এতে জল ও ধূলোর হাত থেকে পুরস্কার পাশাপাশি মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। এই ফোনটি 55° উষ্ণতা থেকে -30° ঠান্ডা পর্যন্ত সহ্য করে স্মুথ পারফরমেন্স দিতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম SGS Triple-resistant প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফাইড স্মার্টফোন।

প্রসেসিঙের জন্য Honor X9d 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে গ্ৰাফিক্সের জন্য Adreno A810 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 বেসড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য Honor X9d 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 10X Digital zoom সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Honor X9d 5G ফোনে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। হাই ব্রাইটনেসের দৌলতে কড়া রোদ বা জোরালো আলোর মধ্যেও ফোনটি সহজেই ব্যাবহার করা যাবে।

মালয়েশিয়ার বাজারে Honor X9d 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্ট 1499 রিঙ্গিত অর্থাৎ 31,500 টাকা দামে পেশ করা হয়েছে এবং 512GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 1699 রিঙ্গিত অর্থাৎ প্রায় 35,900 টাকা। এই দুটি মডেলেই 12GB RAM রয়েছে। বিদেশে এই ফোনটি Midnight Black, Reddish Brown, Sunrise Gold এবং Forest Green কালার অপশনে সেল করা হবে।

ভারতে Honor X9d ফোনটি কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং প্রাইস সেগমেন্ট দেখে মনে করা হচ্ছে সম্প্রতি লঞ্চ হ‌ওয়া OPPO F31 Pro+ 5G ফোনটির সঙ্গে এই লেটেস্ট ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই OPPO ফোনটিতে 360° Armour Body, মিলিটারি গ্ৰেড MIL-STD-810H-2022 সার্টিফিকেশন এবং IP69 + IP68 + IP66 রেটিং সহ 7,000mAh Battery দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here