ভারতে লঞ্চ হল 5G পরিষেবা, এবার থেকে রকেটের স্পীডে চল্বে ইন্টারনেট

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 1 অক্টোবর IMC 2022 অর্থাৎ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছেন। 5G ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে Reliance Jio, Airtel ​এবং Vi এর মতো কোম্পানিগুলিকে 5G Spectrum বণ্টন করে দেওয়া হয়েছিল যা আজ থেকে দেশে তাদের পরিষেবা দেওয়া শুরু করবে। 5G Services এর দৌলতে 5G Network এর সঙ্গে সঙ্গে cloud gaming, AR/VR technology এবং IoT এর ক্ষেত্রে নতুন জোয়ার আসবে। তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি অপেক্ষায় আছে সুপার ফাস্ট 5G Internet ব্যাবহারের জন্য। দেশে নতুন প্রজম্মের টেলিকম পরিষেবা লঞ্চের পর এবার রকেটের স্পীডে ইন্টারনেট চলবে বললে খুব একটা ভুল বলা হবে না। আরও পড়ুন: 165KM রেঞ্জ সহ বাজারে এল Hero এর প্রথম Electric Scooter, জেনে নিন দাম

কতটা ফাস্ট হবে 5G?

5G সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি আগ্রহী এর স্পীড দেখার জন্য। বর্তমান 4G পরিষেবার টপ স্পীড 100mbps অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 মেগাবিটস। 5G এর ক্ষেত্রে এই স্পীড বেড়ে 10gbps অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 জিবি হয়ে যাবে। অর্থাৎ 4G এর থেকে প্রায় 100 গুণ বেশি। মনে ক্রিয়ে দিই 3G নেটওয়ার্কে এই স্পীড ছিল 7.2mbps। অথচ সেই সময় দাঁড়িয়ে সাধারণ ইউজারদের মধ্যে এই স্পীড নিয়ে কি উত্তেজনাই না ছিল। তাহলে ভাবুন এবার 5G নেটওয়ার্কের স্পীডে কি হতে চলেছে।

3G, 4G এবং 5G তিনটি নেটওয়ার্কের স্পাইডার তুলনা করলে দেখা যাবে আগে একটি 2 ঘণ্টার ফিল্ম ডাউনলোড করতে 3G নেটওয়ার্কে প্রায় 26 ঘণ্টা সময় লাগতো। 4G নেটওয়ার্কের দৌলতে সেই একই 2 ঘণ্টার ফিল্ম ডাউনলোড করতে মাত্র 6 মিনিট সময় লাগতো। 5G স্পীডে এই একই কাজ করতে শুধুমাত্র প্লক ফেলার অপেক্ষা। 5G নেটওয়ার্ক ব্যাবহার করে মাত্র 3.6 সেকেন্ডের মধ্যে এই ফিল্ম ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ 4G নেটওয়ার্কে এই ফিল্ম ডাউনলোড করতে যতটা সময় লাগতো সেই একই সময়ের মধ্যে 5G নেটওয়ার্কের দৌলতে প্রায় 100টি মুভি ডাউনলোড করা যাবে। আরও পড়ুন: আধার কার্ডের সঙ্গে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন উপায়

ভারতে ইন্টারনেট ব্যাবহার

ভারতে 5G ডেটার দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় দশ শতাংশ কম হবে। 5G লঞ্চ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আগে 1 জিবি ডেটার জন্য 300 টাকা পর্যন্ত দাম দিতে হত। কিন্তু বর্তমানে এই খরচ প্রায় 10 টাকায় নেমে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে একজন সাধারণ ভারতীয় নাগ্রিক গড়ে 14 জিবি ডেটা ব্যাবহার করে থাকেন। ছোট্ট একটি হিসাব করলেই দেখা যাবে যদি আগের দরেই দাম দিতে হত তবে এক মাস ইন্টারনেট ব্যাবহারের জন্য ইউজারদের জন্য প্রায় 4,200 টাকা খরচ হত। অথচ আজ এই ডেটার জন্য খরচ হয় মাত্র 125-150 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here