আপনার স্মার্টফোন কত পুরনো? দেখে নিন জানার 6টি সহজ পদ্ধতি

আপনি একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইলে বা নিজের পুরনো ফোন বেচতে চাইলে উভয় ক্ষেত্রেই এই পোস্ট আপনার যথেষ্ট সাহায্য করবে। এখানে জানানো হল কিভাবে চেক করা যায় একটি স্মার্টফোন কতটা পুরনো। এটি চেক করার জন্য 6টি সহজ পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। ইউজাররা প্যাক চেক করে, থার্ড পার্টি অ্যাপ ব্যাবহার করে এবং ম্যানুফ্যাকচারিং কোড ইনপুট করে দেখা যায় ফোন কতটা পুরনো।

ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে ফোনের বয়স চেক করার পদ্ধতি

যারা তাদের ফোনের বয়স জানেন না তাঁরা নিজের ফোনের ডায়ালার খুলে নিচে দেওয়া কোড ইনপুট করে ফোনের ম্যানুফ্যাকচারিং কোড পেয়ে যাবেন।

  • *#197328640#*
  • *#*#197328640#*#*
  • *#0000#

জানিয়ে রাখি এই পদ্ধতি সমস্ত ফোনের ক্ষেত্রে কাজ করে না।

সেটিংসের মাধ্যমে ফোনের বয়স চেক করার পদ্ধতি

স্টেপ 1- নিজের ফোনের সেটিংস মেনুতে গিয়ে অ্যাবাউট ফোনে যান।

স্টেপ 2- এখানে ম্যানুফ্যাকচারিং ডেট বা এই জাতীয় কিছু লেখা দেখতে পাবেন। বিভিন্ন ব্র্যান্ডের ফোনে আলাদা আলাদাভাবে এই অপশন থাকে, তাই একটু খুঁজে দেখতে হতে পারে।

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ফোনের বয়স চেক করার পদ্ধতি

স্টেপ 1- অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের Google Play Store ওপেন করে ফোন ইনফো নামক অ্যাপ ডাউনলোড করতে হবে।

স্টেপ 2- অ্যাপ ওপেন করে ডিভাইস সেকশনে যান এবং এখানে ফার্স্ট সীন সেকশনে গিয়ে ফোনটি কত পুরনো জানা যাবে।

রিটেইল বক্স চেক করে ফোনের বয়স চেক করার পদ্ধতি

ফোনের বয়স চেক করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হল ফোনের বক্স চেক করা। ফোনের বক্সের পেছনের দিকে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে। এখান থেকে জানা যায় ফোন কত পুরনো।

ফোনের বক্স না পেলে এই পোস্টে শেয়ার করা অন্যান্য পদ্ধতির মাধ্যমে ফোনের বয়স সম্পর্কে জানতে পারেন।

শপিং সাইটের অর্ডার পেজের মাধ্যমে ফোনের বয়স চেক করার পদ্ধতি

স্টেপ 1- আমাজন, ফ্লিপকার্ট বা অন্য কোনো শপিং সাইট থেকে যদি ফোনটি কেনা হয়ে থাকে তবে অ্যাকাউন্টে লগইন করে অর্ডার সেকশনে যান।

স্টেপ 2- এবার লিস্ট থেকে নিজের ফোনের ডেলিভারি ডেট চেক করুন। এখান থেকে জানা যাবে প্রথমবার ব্যাবহারের থেকে ফোনটি কত পুরনো।

Google-এর মাধ্যমে ফোনের বয়স চেক করার পদ্ধতি

যদি ফোনের সঠিক বয়স জানতে ব্যার্থ হয়ে থাকেন তবে Google সার্চ ব্যাবহার করতে পারেন। সেখান থেকে ফোনের নাম লিখে অফিসিয়াল লঞ্চ ডেট জানা যাবে।

এছাড়া 91mobiles বা GSMArena এর মতো স্মার্টফোন সম্পর্কিত ওয়েবসাইট ব্যাবহার করেও যে কোনো ফোনের লঞ্চ ডেট জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here