জেনে নিন Passport তৈরি করার পদ্ধতি, অনলাইনেই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন

Highlights

  • ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।
  • অনলাইনের মাধ্যমে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
  • পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে সম্পূর্ণ প্রক্রিয়াটি নীচে জানানো হল।

এক সময় পাসপোর্ট তৈরি করা অনেক কঠিন একটি কাজ হিসাবে বিবেচিত হত এবং শুধুমাত্র সীমিত সংখ্যক লোকই বিদেশ ভ্রমণ করতে পারত। কিন্তু আজ প্রায় প্রত্যেক ব্যক্তি তার পাসপোর্ট তৈরি করতে চায়। ভারত সরকার এটি অনলাইন করে প্রসেসটি আরও সহজ করেছে। পাসপোর্টের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এবং কীভাবে এর জন্য অনলাইনে আবেদন করতে হবে সেটাই আপনাদের আজকের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: 33W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে Realme Narzo N55, 12 এপ্রিল আসছে বাজারে

পাসপোর্ট তৈরি করার পদ্ধতি

Passport তৈরি করার জন্য প্রধানত 5টি স্টেপ অতিক্রম করতে হয়। এই স্টেপ গুলির মধ্যে ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর্ম ফিলাপ এবং পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

  • পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
  • পাসপোর্ট রেজিস্ট্রেশন
  • পাসপোর্ট ফর্ম ফিলাপ
  • পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট জমা
  • পাসপোর্ট ফি জমা

1. পাসপোর্টের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়?

পাসপোর্টের জন্য আবেদন করার আগে এটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কাছে সমস্ত ডকুমেন্ট উপলব্ধ রয়েছে কি না, যা ফর্ম ফিলাপ বা ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয়। Passport Applya প্রক্রিয়া শুরু করার আগে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি একজায়গায় করে সাথে নিয়ে বসলে আপনাদের সুবিধা হবে। আরও পড়ুন: অনলাইন বেটিং গেম গুলি ব্যান হতে পারে! জেনে নিন অনলাইন গেমিংয়ের নতুন নিয়ম

  • আবেদনকারীর আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি
  • প্যান কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • বার্থ সার্টিফিকেট
  • রেশন কার্ড
  • বিদ্যুৎ/জলের বিল

2. পাসপোর্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া

অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করার আগে প্রথমে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য ডকুমেন্টে দেওয়া আপনার পুরো নাম এবং জন্ম তারিখ সহ, ইমেল আইডি এবং ঠিকানা প্রয়োজন হবে। আরও পড়ুন: Vi লঞ্চ করল 599 টাকার প্ল্যান, পাবেন 110GB ডেটা, আনলিমিটেড কল এবং একাধিক OTT অ্যাপের অ্যাক্সেস

স্টেপ 1. Passport Seva ওয়েবসাইটে যেতে হবে।

স্টেপ 2. New user registration অপশনে ক্লিক করুন এবং ফর্মে আপনার ডিটেইলস দিন।

স্টেপ 3. সমস্ত ডিটেইলসের পাশাপাশি আপনাকে আপনার নিকটতম পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।

স্টেপ 4. রেজিষ্ট্রেশন ভেরিফাই করার জন্য আপনার ইমেল আইডি, ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে।

স্টেপ 5. সফল রেজিস্ট্রেশনের পর, আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মতারিখ লিখে ‘Passport Seva’ তে লগইন করতে হবে।

3. পাসপোর্টের জন্য ফর্ম ফিলাপ করার পদ্ধতি

স্টেপ 1. Passport Seva তে লগইন করার পর Apply For Fresh Passport অপশনে ক্লিক করুন।

স্টেপ 2. এখানে অনলাইন এবং অফলাইন আবেদনের অপশন আসবে, আপনাকে Fill Form Online অপশনটি ক্লিক করে এগিয়ে যেতে হবে৷

স্টেপ 3. এখানে তিনটি গুরুত্বপূর্ণ অপশন প্রদর্শিত হবে যা আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। এই অপশনগুলি হল :

  • (i) Fresh Passport অথবা Re-issue of Passport
  • (ii) Normal অথবা Tatkaal Application
  • (iii) 36 Pages বা 60 Pages Passport booklet

স্টেপ 4. এবার Applicant Details ফর্মে পার্সোনাল ডিটেইলস দিয়ে Save My Details করুন এবং Next এ ক্লিক করুন।

স্টেপ 5. এবার আপনাকে Family Details পূরণ করতে হবে। সমস্ত তথ্য দিয়ে ‘Sav my details’ এ ক্লিক করুন এবং ‘Next’ এ ক্লিক করুন।

স্টেপ 6. তারপর Present Residential Address ফর্ম আসবে। এখানে ডিটেইলস সেভ করুন এবং এগিয়ে যান।

স্টেপ 7. এখানে Emergency Contact এ কোন কাছের ব্যক্তির নাম, ফোন নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।

স্টেপ 8. তারপর References এর অপশন আসবে। এখানে যেকোনো দুই ব্যক্তির নাম, নম্বর ও ঠিকানা লিখতে হবে।

স্টেপ 9. Next করার পর Previous Passport এর অপশন আসবে। আপনি যদি প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে উভয় অপশনেই NO করবেন।

স্টেপ 10. এবার আপনাকে সামনে উপস্থিত Other Details পেজে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিতে হবে। কিছু আইনি তথ্য এখানে নেওয়া হবে।

স্টেপ 11. ডিটেইলস সেভ করে Next করার পরে Passport Preview Details এর ফর্মটি প্রদর্শিত হবে। এখানে আপনার পাসপোর্টের লেআউট দেখানো হবে যেখানে ফটো এবং স্বাক্ষর যুক্ত করতে হবে।

স্টেপ 12. এই প্রক্রিয়ার শেষ ট্যাব হল Self Declaration। এখানে আপনাকে সব নিয়ম এবং শর্তাবলীতে সম্মতি জানিয়ে রেজিস্ট্রেশন করার স্থান এবং তারিখ লিখতে হবে। আপনি এই স্টেপে SMS Service ও এক্টিভ করতে পারেন।

উপরের সমস্ত স্টেপগুলি পূরণ করার পরে, আপনি আপনার পাসপোর্টের আবেদন জমা দিতে পারেন। আমাদের মতে, ওয়েবপেজে উপস্থিত ‘Submit Form’ বাটনে ক্লিক করার আগে ওপরে দেওয়া সমস্ত তথ্য একবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন। আরও পড়ুন: 30 দিনের ভ্যালিডিটি এবং 30GB ডেটা সহ লঞ্চ হল Vi-এর নতুন প্ল্যান

4. Passport এর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার পদ্ধতি

স্টেপ 1. ফর্ম জমা দেওয়ার পরে আপনাকে ARN অর্থাৎ Application Reference Number পাঠানো হবে, এটি নোট করে রাখবেন।

স্টেপ 2. এই পেজে Pay এবং Schedule Appointment এর অপশন দেখতে পাবেন, এটি সিলেক্ট করুন।

স্টেপ 3. এখন আপনার সামনে পেমেন্ট অপশন খুলবে। এখানে Online Payment সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

স্টেপ 4. এখানে Schedule Appointment এর পেজ খুলবে, সেখানে PSK অর্থাৎ Passport Seva Kendra নির্বাচন করতে হবে।

স্টেপ 5. এই পেজে আপনাকে আপনার নিকটতম পাসপোর্ট সেবা কেন্দ্র অর্থাৎ পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে এবং নীচে দেওয়া ক্যাপচা কোডটি লিখে Next বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 6. এবার নির্বাচিত পাসপোর্ট অফিসে উপলব্ধ টাইম স্লট চেক করুন। আপনার সুবিধা অনুযায়ী তারিখ এবং সময় নির্বাচন করুন এবং Pay And Book Appointment বাটনে ক্লিক করুন।

স্টেপ 7. পেমেন্ট পেজে আপনার জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 8. এখানে কার্ডের ডিটেইলস লিখে জমা দিন এবং OTP-এর মাধ্যমে পেমেন্ট করুন।

5. পাসপোর্ট আবেদন ফি

  • 36 পেজের পাসপোর্টের জন্য 1500 টাকা ফি দিতে হবে।
  • 60 পেজের পাসপোর্টের জন্য 2000 টাকা ফি দিতে হবে।
  • 18 বছরের কম বয়সীদের জন্য পাসপোর্ট ফি 1000 টাকা।
  • Tatkal পাসপোর্ট সেবার জন্য মোট 2,000 টাকা দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here