জেনে নিন UPI PIN বদলানোর সহজ উপায়, অত‍্যন্ত সহজেই হয়ে যাবে এই কাজ

এতদিন যেসব মানুষ পায়ে হেঁটে বাজারে গিয়ে নগদ টাকার বিনিময়ে কেনাকাটা করত তারাও এই করোনা পরিস্থিতির চাপে পড়ে তারাও এখন অনলাইন শপিং করতে বাধ্য হয়েছে। লকডাউনের চক্করে পড়ে ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও শপিং প্ল‍্যাটফর্মের ব‍্যবহারকারীদের সংখ্যা বহুগুণে বেড়েছে। অনেক মানুষ এমন আছেন যারা প্রথম ইউপিআই ক্রিয়েট ও ব‍্যবহার করেছেন। কিন্তু নতুন ও পুরোনো সব ইউপিআই ইউজারদের‌ই মাঝে মাঝে ইউপিআই পিন পরিবর্তন করা উচিত। আজ তাই আমরা আপনাদের Paytm এর UPI PIN পাল্টানোর পদ্ধতি জানাব। যারা তাদের ইউপিআই পিন ভুলে গেছেন এই পোস্টটি তাদের জন‍্য‌ও যথেষ্ট কাজের।

UPI কি এবং এর বেনিফিট?

UPI এর মানে হল Unified Payments Interface, এটি একটি ইনস্ট‍্যান্ট রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যা বিশেষ করে ইন্টার ব‍্যাঙ্ক ট্রানজংকশনের জন্য NPCI অর্থাৎ National Payments Corporation of India এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। UPI এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি RBI অর্থাৎ Reserve Bank of India দ্বারা রেগুলেট করা হয়। ইউপিআইতে সরাসরি ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যায়, ফলে পেমেন্টের সময় কোনো ওটিপির বদলে পিনের মাধ্যমে মিনিটের মধ্যে ট্রানজংকশন করা যায়। Paytm ও অন‍্যান‍্য ডিজিটাল অ্যাপ ও ওয়ালেটে শুধুমাত্র যে শপিং ও বিল পেমেন্ট করা যায় তা নয়, একটি ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে খুব সহজেই টাকা লেনদেন করা যায়।

কিভাবে বদলাবেন UPI PIN?

1. সবার আগে আপনার ফোনে ইনস্টল ও লগইন করা Paytm App ওপেন করুন।

2. অ্যাপের ‘Profile’ আইকনে যান, এটি অ্যাপের ওপরের ডানদিকের কোণায় অবস্থিত।

3. প্রোফাইল সেকশনে গিয়ে ‘Settings’ অপশন খুঁজে সেটি ওপেন করুন।

4. সেটিংস অপশনে ‘Payment Settings’ ট‍্যাব রয়েছে এবং এর মধ্যে ‘Save Cards Cards & Bank Accounts’ অসশন রয়েছে, এতে ক্লিক করুন।

5. এখানে আপনার লিঙ্ক করা সমস্ত ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ডের লিস্ট দেখা যাবে।

6. এখান থেকে যে ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআই আইডির পিন পরিবর্তন করতে চান সেই ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

7. এরপর অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ‘Create new UPI PIN’ অপশনে ক্লিক করুন।

8. এই অপশনে ক্লিক করার পর সেই ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস সাবমিট করতে হবে, এখানে ডেবিট কার্ডের শেষ ছয় ডিজিট এবং কার্ডের এক্সপায়ারি ডেট লিখতে হয়। এই ডিটেইলসগুলি লেখার পর ‘Proceed’ বাটনে ক্লিক করুন।

9. প্রোসিডের পর রেজিস্টার্ড ফোন নাম্বারে ওটিপি আসবে সেটি সাবমিটের পর ATM PIN লিখতে হবে।

10. এবার ‘Set Your Pin’ অপশন আসবে, এখানে নিজের পছন্দসই এবং সুবিধা মতো UPI PIN সেট করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here