কোনো ফটোকে PDF কিভাবে বানাবেন? বিনামূল্যে হয়ে যাবে কাজ

আপনি কি কোনো ফটোকে PDF বানাতে চাইছেন? যথেষ্ট সহজেই করা যায় পরিবর্তন। অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ এবং ম্যাক ডিভাইসে সহজেই ফটো থেকে পিডিএফ তৈরি করা যায়। ফটোর বদলে একটি পিডিএফ ফাইলের অনেক সুবিধা রয়েছে। প্রথমত, ফটোর বদলে পিডিএফ ফাইলে কোনো টেক্সট পড়তে বেশি সুনিধা হয়। দ্বিতীয়ত, পিডিএফ ফাইলের ক্ষেত্রে অরিজিনাল কোয়ালিটি নষ্ট হয় না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফটো থেকে পিডিএফ তৈরি করবেন।

Android Phone-এ ফটো থেকে পিডিএফ কিভাবে করবেন?

অ্যান্ড্রয়েড ফোনে JPG বা PNG ফটো পিডিএফে পরিবর্তন করার জন্য নিচে দেওয়া স্টেপ ফলো করুন:

স্টেপ #1: নিজের অ্যান্ড্রয়েড ফোনের Gallery অ্যাপে যান।

স্টেপ #2: এবার যে ছবি পিডিএফে বদলাতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ #3: এবার তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।

স্টেপ #4: মেনুতে নিচের দিকে প্রিন্ট অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করুন।

স্টেপ #5: এখানে ‘Save as PDF’ অপশন রয়েছে, এটিতে ক্লিক করুন এবং ডাউনলোড পিডিফ অ্যারো দেখা যাবে। এতে ট্যাপ করুন।

স্টেপ #6: এবার ফাইল কোথায় ডাউনলোড বা সেভ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। ফলদার সিলেক্ট করে একদম নিচে সেভ বাটনে ক্লিক করুন।

iPhone-এ ফটো থেকে পিডিএফ কিভাবে করবেন?

Android ডিভাইসের মতোই আইফোনেও সহজেই ফটো থেকে পিডিএফ তৈরি করা যায়। নিচে পদ্ধতি জানানো হল:

স্টেপ #1: প্রথমে আইফোনের ফটোজ অ্যাপে যান, এবার সেই ফটো সিলেক্ট করুন যেটি পিডিএফ করতে চাইছেন।

স্টেপ #2: এবার শেয়ার বাটনে ক্লিক করুন। এবার প্রিন্ট অপশন দেখা যাবে, এতে ক্লিক করুন।

স্টেপ #3: প্রিন্টে ট্যাপ করলে ফটো পিডিএফে কনভার্ট হয়ে যাবে।

স্টেপ #4: এবার টপ ডানদিকে শেয়ার বাটন আসবে। এতে ক্লিক করুন। এখান থেকে পিডিএফ ফাইল শেয়ার করতে পারবেন বা ‘সেভ টু ফাইলস’ অপশনে ক্লিক করে আইফোনে সেভ করেও রাখতে পারেন।

Laptop এ JPG, GIF, PNG Photos কিভাবে PDF করবেন?

ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে নিমেষেই JPG, GIF, PNG ফটো পিডিএফে বদলে নেওয়া যায়। নিচে পদ্ধতি জানানো হল:

স্টেপ #1: উইন্ডোজ পিসিতে ফটো থেকে পিডিএফ তৈরি করার জন্য প্রথমে সেই ছবিটি সিলেক্ট করুন।

স্টেপ #2: এবার সেই ফটো উইন্ডোজের পিকচার অ্যাপের মাধ্যমে ওপেন করুন। এবার ওপরের তিনটি ডট আইকনে ক্লিক করুন।

স্টেপ #3: ওপরে প্রিন্টার অপশন আসবে, এখান থেকে Microsoft Print to PDF অপশন সিলেক্ট করতে হবে।

স্টেপ #4: এবার নিচে প্রিন্ট অপশনে ট্যাপ করুন। এরপর ফটো পিডিএফে কনভার্ট হয়ে যাবে। সেই পিডিএফ সেভ করার জন্য লোকেশন সিলেক্ট করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here