এখনই করুন আপনার ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই ডাউনলোড, জেনে নিন পদ্ধতি

টেক কোম্পানি গুগল মার্চ মাসে বার্ষিক বৈঠক আই/ও 2018 এর মঞ্চে নতুন “অ্যন্ড্রয়েড পি” পেশ করেছে। কোম্পানি তখন অ্যান্ড্রয়েড পি অর্থাৎ অ্যান্ড্রয়েড পাইয়ের শুধুমাত্র বেটা ভার্সন জারি করেছিল। কিন্তু গুগল অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইকে অফিসিয়ালি সমগ্র বিশ্বে সেল‌আউট করা হয়েছে। গুগল অ্যান্ড্রয়েড পাই অফিসিয়ালি জারি করার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে এই লেটেস্ট ভার্সনের আপডেট কোন কোন ফোনে পাওয়া যাবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে।

অ্যান্ড্রয়েড 9 পাই অ্যাডভান্স এআই, অ্যাডেপ্টিভ ব‍্যাটারী, ওয়েল বিইং ফিচার, এস‌ইউএস‌এইচ এবং নিউ নেভিগেশনের মত কিছু অসাধারণ ফিচারযুক্ত। অ্যান্ড্রয়েড 9 পাইতে ফিচার কতটা বিশেষ ও কি কি ক্ষমতা রাখে এর পুরো তথ্য জানতে এখানে ক্লিক করুন। গুগল পিক্সেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই ইনস্টল করার জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

আপনার ফোনেও কি এসে গেছে অ্যান্ড্রয়েড পি আপডেট

সবচেয়ে আগে জেনে নিন আপনার ফোনে অ্যান্ড্রয়েডের কোন ভার্সন রান করে। এর জন্য

1. ফোনের সেটিংস ওপেন করে “সিস্টেম” অপশনে ক্লিক করুন।

2. সিস্টেমে “অ্যাবাউট ফোন” অপশন খুজে এতে ক্লিক করুন।

3. এর মধ্যে “অ্যান্ড্রয়েড ভার্সন” অপশন আছে। এতে ক্লিক করলে জানা যাবে আপনার ফোনে অ্যান্ড্রয়েডের কোন ভার্সন চলছে।

কিভাবে আপনার ফোন অ্যান্ড্রয়েড 9 পাইতে আপডেট করবেন

1. “অ্যাবাউট ফোন” অপশনে অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ অপশন আছে, এতে ক্লিক করুন

2. যদি আপনার ফোনে অ্যান্ড্রয়েড নতুন অ্যান্ড্রয়েডের আপডেট এসে থাকে তবে ডাউনলোড এন্ড ইনস্টল অপশন আসবে।

3. নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের ফাইল 1 জিবি বা তার চেয়ে বড় হতে পারে, সুতরাং ফোনটি ওয়াইফাইতে কানেক্ট করে নেওয়া ভালো।

4 ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করুন, নতুন আপডেট ডাউনলোড হ‌ওয়া শুরু হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড 9 পাই গুগল দ্বারা ওটিএ অর্থাৎ ওভার-দ‍্য-এয়ারের মাধ্যমে সব স্মার্টফোনে আনা হবে। গুগল বলেছে সোনী মোবাইল, শাওমি, এইচএমডি গ্লোবাল, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস ও এসেনশিয়াল ব্র‍্যান্ডের সমস্ত স্মার্টফোনের সঙ্গেে সেইসব স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনের সঙ্গে পেশ করা হয়েছে সেগুলি অ্যান্ড্রয়েড লেটেস্ট অ্যান্ড্রয়েড 9 পাইতে আপডেট করা যাবে। গুগল পিক্সেলের সব স্মার্টফোনে আজ থেকেই অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করা যাবে কিন্ত অন‍্যান‍্য স্মার্টফোন অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করতে কিছুদিন সময় লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here