খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

সবচেয়ে জনপ্রিয় ইন্স্ট‍্যন্ট ম‍্যাসেজিং অ্যাপ WhataApp এ বেশ কিছু অসাধারণ ফিচার আছে। এর মধ্যে এমন কিছু ফিচার আছে যা হয়তো আমরা পুরোপুরি জানিও না। এগুলির সাহায্যে ইউজাররা আরও সহজে চ‍্যাটিং করতে পারেন। আবার প্র‍ত‍্যেক ইউজারের‌ই এমন কিছু চ‍্যাট থাকে যেগুলি নিয়ে সফ সময় ভয়ে ভয়ে থাকতে হয় যাতে অন‍্য কেউ সেগুলি পড়ে না নেয়। কিন্তু এই সমস‍্যার সমাধান আছে WhataApp এর মধ্যেই। এই ফিচার ব‍্যবহার করে ইউজার তাঁর সিক্রেট চ‍্যাট ডিলিট করার বদলে অ্যাপের মধ্যেই লুকিয়ে রাখতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক এই সিম্পেল পদ্ধতি সম্পর্কে।

আরও পড়ুন: ফ‍্যাকাশে ছবিকে সজীব করে তোলে পাঁচটি সিম্পল ফোটো এডিটিং টিপস, তৃতীয় পদ্ধতি সম্পর্কে হয়তো আপনিও জানেন

প্রথমেই জানিয়ে রাখি WhataApp এর সিক্রেট চ‍্যাট লুকিয়ে রাখার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। WhataApp এর নিজস্ব একটি ফিচার ব‍্যবহার করেই এমনটা করা যায়। এই অসাধারণ ফিচার সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন। তবে কতটা ব‍্যবহার করেছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

পদ্ধতি:

আমরা WhataApp এর যে ফিচার সম্পর্কে কথা বলছি তাঁর নাম হল Archive চ‍্যাট। এই ফিচারের সাহায্যে অ্যাপের যে কোনো চ‍্যাট মেইন স্ক্রিন থেকে সরানো যায়। আবার যখন ইচ্ছা লুকানো চ‍্যাট ফিরিয়েও আনা যায়। এই ফিচার ব‍্যবহার করে গ্ৰুপ ও পার্সোনাল উভয় চ‍্যাট‌ই লুকানো যায়।

আরও পড়ুন: দুটি ফোনে ব‍্যবহার করুন একটি WhatsApp, জেনে নিন পদ্ধতি

1. প্রথমে যে চ‍্যাটটি লুকাতে চান সেটি কিছুক্ষণ হোল্ড করে রাখুন।

2. একদম ওপরে তিনটি অপশন পাওয়া যাবে: চ‍্যাট পিন, মিউট এবং আর্কাইভ। এর মধ্যে আর্কাইভ অপশনে টাচ করুন।

3. অপশনটি টাচ করা মাত্র সেই চ‍্যাটটি হোম স্ক্রিন থেকে সরে যাবে।

কিভাবে ফিরিয়ে আনবেন?

1. আর্কাইভ চ‍্যাট সবার নিচে থাকে। স্ক্রল করে একদম নিচে চলে আসুন।

2. এখানে Archive অপশন আছে, এতে টাচ করুন।

3. টাচ করলে আন‌আর্কাইভ অপশন পাওয়া যাবে এবং এতে ক্লিক করলেই চ‍্যাট আবার আগের জায়গায় ফিরে যাবে।

Note: আমরা এই পদ্ধতিটি অ্যান্ড্রয়েড ফোনে ব‍্যবহার করেছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here