দুটি ফোনে ব‍্যবহার করুন একটি WhatsApp, জেনে নিন পদ্ধতি

ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে আকর্ষণীয় ফিচারযুক্ত ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হল WhatsApp। বর্তমানে ফেসবুকের অধীনস্থ কোম্পানি WhatsApp দীর্ঘদিন ধরে তাদের ইউজারদের জন্য একের পর এক আকর্ষণীয় ফিচার নিয়ে আসে যাতে ইউজারদের চ‍্যাটিং আরও সুবিধাজনক হয়ে ওঠে। কিছু দিন আগে WhatsApp এ Dark Mode ফিচার লঞ্চ করেছে যা ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আবার বিগত বেশ কিছু সময় ধরে শোনা যাচ্ছে হোয়াটস‌অ্যাপে মাল্টিপল ডিভাইস ফিচার পাওয়া যাবে।

এই বিশেষ ফিচারের সাহায্যে ইউজার তাঁর অ্যাকাউন্ট এক‌ই সময়ে একাধিক ডিভাইসে ব‍্যবহার করতে পারবেন। তবে এখনও জানা যায়নি কোম্পানি এই ফিচার কবে পেশ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফিচার ছাড়া একটি হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট একটি ফোনেই ব‍্যবহার করা যায়। কিন্তু একটি ট্রিকের সাহায্যে একটি নাম্বারের হোয়াটস‌অ্যাপ দুটি ফোনে ব‍্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না।

পদ্ধতি:

1. সবার আগে আপনি যে ফোনে হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করতে চান সেটিতে ওয়েব ব্রাউজার ওপেন করে web.whatsapp.com সার্চ করুন।

2. এরপর ওয়েব ব্রাউজারে হোয়াটস‌অ্যাপ হোম পেজ শো করবে। হোম পেজের একদম ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন।

3. এরপর “Desktop Site” অপশনে ক্লিক করুন।

4. এই পেজে একটি QR Code শো করবে।

5. এবার যে ফোনের হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করতে চান সেই ফোনের হোয়াটস‌অ্যাপ ওপেন করে অপশনে গিয়ে “WhatsApp Web” সিলেক্ট করতে হবে।

6. এবার প্রথম ফোনে যে QR Code দেখা যাচ্ছে সেটি এই দ্বিতীয় ফোন দিয়ে স্ক‍্যান করলেই প্রথম ফোনে হোয়াটস‌অ্যাপ লগইন হয়ে যাবে।

Note: মনে রাখবেন দুটি ফোনে একটি হোয়াটস‌অ্যাপ চালানোর জন্য উভয় ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। সবচেয়ে বড় কথা হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করার জন্য ফোনে সিম কার্ড থাকা বাধ্যতামূলক নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here