Pixel ফোন ইউজারদের জন্য Android 14 Beta 2 ইনস্টল করার সহজ পদ্ধতি

Google তাদের মোবাইল অপারেটিং সিস্টেম Android 14 OS এর দ্বিতীয় বিটা আপডেট প্রকাশ করেছে। Google তাদের Android 14 এর প্রথম Beta ভার্সনটি শুধুমাত্র Pixel ফোনের জন্য উপলব্ধ করেছিল। এখন কোম্পানি অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের জন্যও নতুন Beta লঞ্চ করেছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি Google Android 13 এর তুলনায় অনেক ফিচার এবং ডিজাইনের সাথে পেশ হয়েছে। এই পোস্টে আপনাদের Android 14 OS এর দ্বিতীয় Beta ভার্সন ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল চারটি নতুন TCL Smart TV প্রি-বুকিং করলে ফ্রিতে পাবেন 9990 টাকার স্পিকার, জেনে নিন ডিটেইলস

Pixel ফোনে Android 14 Beta 2 ইনস্টল করার পদ্ধতি

Pixel স্মার্টফোন ইউজারদের জন্য Android 14-এর লেটেস্ট Beta OS ডাউনলোড করতে অ্যান্ড্রয়েড ডেভেলপার প্ল্যাটফর্মে যেতে হবে। ইউজাররা এখান থেকে Android এর দ্বিতীয় Beta ভার্সন ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের Pixel ফোনে নতুন Beta ইনস্টল করার প্রত্যেকটি স্টেপ জানানো হল।

OTA আপডেটের মাধ্যমে Android 14 Beta 2 ইনস্টল করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমত, আপনাকে পিক্সেল ফোনে Android Beta প্রোগ্রাম পোর্টাল খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।

স্টেপ 3: তারপর আপনি Android Beta এর জন্য eligible ডিভাইসের তালিকা দেখতে পাবেন।

স্টেপ 4: আপনাকে Beta প্রোগ্রামটিতে হালকা প্রেস করে Opt-in সিলেক্ট করতে হবে। (যদি আপনি ইতিমধ্যেই এটি করে থাকেন তাহলে আপনি Android 14 এর দ্বিতীয় Beta ডাউনলোড করার জন্য একটি সরাসরি নোটিফিকেশন পাবেন।)

স্টেপ 5: তারপর আপনি ফোনে নতুন Beta ভার্সন ডাউনলোড নোটিফিকেশন পাবেন। আপনি এটি আপনার ফোনে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন।

Android Flash Tool এর সাহায্যে Android 14 Beta 2 ইনস্টল করার পদ্ধতি

স্টেপ 1: সবার প্রথমে ফোনে Android Flash Tool সাইটইটি খুলতে হবে।

স্টেপ 2: ব্রাউজারে সাইটে ADB অ্যাক্সেস সাপোর্ট দিতে হবে।

স্টেপ 3: তারপর ফোনের সেটিংসে গিয়ে ডেভেলপার মোড অন করতে হবে। (এর জন্য আপনাকে সেটিংস > অ্যাবাউট মাই ডিভাইস > অ্যান্ড্রয়েড বিল্ড অপশনে সাতবার ট্যাপ করতে হবে)

স্টেপ 4: তারপর আপনাকে ডেভেলপার সেটিংসে গিয়ে USB Debugging সক্রিয় করতে হবে।

স্টেপ 5: তারপর আপনার ফোনের OEM Unlocking enable করতে হবে।

স্টেপ 6: ফোনে USB মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে।

স্টেপ 7: পপ-আপ মেসেজে ডিভাইসটি সিলেক্ট করে এবং নির্দেশাবলী অনুসরণ করে ফোনে Beta ইনস্টল করতে পারবেন।

Android 14 বিটা 2 আপডেটের জন্য eligible ফোনের তালিকা

লেটেস্ট Android 14 Beta 2 আপডেট Google Pixel স্মার্টফোনের সাথে অন্যান্য ব্র্যান্ডের ফোনে ইনস্টল করা যেতে পারে। এই তালিকায় গুগলের Pixel 4a (5G), Pixel 6, Pixel 6, Pixel 5, Pixel 5a, Pixel 6a, Pixel Fold,Pixel Pad, এবং Pixel 7 সিরিজের ফোন রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Google এর প্রথম ফোল্ডেবল ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে Vivo X90 Pro, iQOO 11, Lenovo Tab Extreme, Nothing Phone (1), Oppo Find N2, Oppo Find N2 Flip, OnePlus 11, Tecno Camon 20 Series, Realme GT 2 Pro, Xiaomi 13 Pro, Xiaomi 13, Xiaomi 12T, এবং Xiaomi Pad 6 অন্তর্ভুক্ত রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here