জিও ইউজারদের জন্য অত্যন্ত কার্যকর এই ট্রিক

টেলিকম জগতে কম দামে বেশি ইন্টারনেট ও ফ্রি ভয়েস কলের ক্রেডিট রিলায়েন্স জিওর প্রাপ্য। জিওর ফ্রি সার্ভিসের পর প্রতিদ্বন্দ্বিতার জন্য অন‍্যান‍্য কোম্পানিও কম খরচে অনেক বেনিফিট দিতে শুরু করেছে। জিওর এত সস্তা সুবিধার পরেও জিওর নামে অভিযোগ শোনা যায় যে প্রায়ই নেটওয়ার্ক প্রবলেম ও কল ড্রপের মত সমস্যা দেখা যায়। আজ আপনাদের এমন এক উপায় জানাবো যার সাহায্যে বিনা কল ড্রপে জিও নম্বর থেকে সব সুবিধা উপভোগ করা যাবে।

।জিওর পক্ষ থেকে ফ্রি 4জি ভোলটিই কল দেওয়া হচ্ছে। যদি আপনার কাছে ভোলটিই এনেবল ফোন থাকে তবে বিনা কল ড্রপ বা অন্য কোন অসুবিধা ছাড়াই জিও নম্বরে আসা কলে বিনা অসুবিধায় কথা বলা যাবে।

যদি আপনি একটি 4জি ভোনটিই স্মার্টফোনে জিও নম্বর ব‍্যব‍হার করছেন এবং এই ফোনটি।যদি ডুয়েল সিম হয়ে থাকে তবে জিও নম্বরে আসা কলগুলি দ্বিতীয় নেটওয়ার্ক থেকে রিসিভ করা যায়।

এর জন্য আপনার জিও নম্বরে কল ডাইভার্ট বা কল ফরোয়ার্ড এনেবল করা থাকতে হবে। এই সার্ভিস জিও নম্বরে জারি করে দ্বিতীয় নম্বর থেকে এই কলগুলি রিসিভ করা যাবে। এর জন্য

জিও নম্বর থেকে দ্বিতীয় নম্বরে কল ফরোয়ার্ড (আনকন্ডিশনাল) এনেবল করতে জিও নম্বর থেকে *401*<10 ডিজিটের দ্বিতীয় ফোন নম্বর> ডায়াল করুন। এর ফলে জিওর নম্বরে আসা কল নিজে থেকেই দ্বিতীয় নম্বরে ডাইভার্ট হয়ে যাবে এবং সেই সিমের নেটওয়ার্ক সিগন্যাল ব‍্যবহার করে কথা বলা যাবে।

কল ফরোয়ার্ড (নো অ্যানসার) নিজের ফোনে অ্যাক্টিভেট করতে জিও নম্বর থেকে *403*<10 ডিজিটের জিও নম্বর> ডায়াল করুন। যেসব কল আপনি রিসিভ করবেন না সেগুলো নিজে থেকে ফরোয়ার্ড হয়ে যাবে।

আপনার জিও নম্বর বিজি থাকলে অর্থাৎ যখন আপনি অন্য কারুর সঙ্গে কথা বলছেন তখন নিজে থেকে কল ফরোয়ার্ড করতে চাইলে নিজের ফোন থেকে *405*<10 ডিজিটের জিও নম্বর> ডায়াল করুন।

যদি জিও নম্বরে নূন্যতম নেটওয়ার্ক‌ও না থাকে বা জিও নম্বর নট রিচেবল বলে তবে জিও নম্বরের সব কল নিজে থেকে দ্বিতীয় নম্বরে চলে যাবে এবং আপনি মন খুলে কথা বলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here