হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই কোয়ালিটি ফটো কিভাবে পাঠাবেন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

WhatsApp বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা ম্যাসেজ, ফটো, ভিডিও এবং অডিওর পাশাপাশি কলও করা যায়। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো সেন্ড করলে কোয়ালিটি কমপ্রেস হয়ে যায়। এই কারণে ফটো পাঠানোর জন্য ইউজাররা হোয়াটসঅ্যাপের বিকল্প খোঁজেন। হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের এই সমস্যার কথা মাথায় রেখে ‘Photo Quality’ ফিচার পেশ করেছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা হাই কোয়ালিটি ফটো শেয়ার করতে পারবেন। এছাড়া ডেটা বাঁচানোর জন্য কমপ্রেস ফরম্যাট ফটোও শেয়ার করা যাবে। আপাতত এই ফিচার কিছু বাছাই করা ইউজারদের জন্য জারি করা হয়েছে। তবে আগামী দিনে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজার এই নতুন ফিচার উপভোগ করতে পারবেন।

আপনি যদি হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন অ্যাপ ব্যাবহার করেন তবে এই ফিচার কিভাবে ব্যাবহার করবেন সেবিষয়ে এই পোস্টে বিস্তারিত জানানো হল।

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অরিজিনাল সাইজ ফটো কিভাবে পাঠাবেন?

স্টেপ 1 : নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস মেনুতে যান।

স্টেপ 2 : সেটিংস মেনু খোলার জন্য চ্যাট উইন্ডোতে ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করুন।

স্টেপ 3 : সেটিংস মেনুতে গিয়ে স্ক্রল করে “স্টোরেজ অ্যান্ড ডেটা” অপশনে ট্যাপ করুন।

স্টেপ 4 : এখানে “মিডিয়া আপলোড কোয়ালিটি” অপশনে ক্লিক করুন।

স্টেপ 5 : এখানে অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার তিনটি অপশন রয়েছে। হাই কোয়ালিটি ফটোর জন্য Best Quality সিলেক্ট করতে হবে।

নাম দেখেই বোঝা যায় ‘ডেটা সেভার’ অপশন ব্যাবহার করে কমপ্রেসড ফটো পাঠানো যায়। ‘অটো’ মোড নেটওয়ার্কের ওপর নির্ভর করে। এই অপশন সিলেক্ট করা থাকলে নেটওয়ার্ক ভালো থাকলে হাই কোয়ালিটি ফটো শেয়ার করা যায়।

আইফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অরিজিনাল সাইজ ফটো কিভাবে পাঠাবেন?

স্টেপ 1 : আইফোনে WhatsApp ওপেন করে সেটিংস মেনুতে যান।

স্টেপ 2 : সেটিংস মেনুতে “স্টোরেজ অ্যান্ড ডেটা” সেকশনে ক্লিক করুন।

স্টেপ 3 : স্ক্রল ডাউন করে “মিডিয়া আপলোড কোয়ালিটি” অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4 : এখানে অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার অপশন পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here