Phone Dialer-এ ফটো সেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

ফোন ডায়ালারে একটি ছবি সেট করা আপাতদৃষ্টিতে অনেক সহজ বলে মনে হলেও এই কাজটি প্রায়শই কঠিন হয়ে ওঠে। তবে আজকের এই পোস্টে আমরা এই কঠিন কাজটি আপনার জন্য সহজ করে দিতে চলেছি। আপনি যদি আপনার কন্টাক্ট এ নম্বর এবং নাম সহ ফটো রাখার কথাও ভেবে থাকেন তাহলে এই পোস্টটিতে আপনি এর সহজ পদ্ধতি জানতে পারবেন। এই পোস্টে আপনাদের Android এবং iPhone এর ফোন ডায়ালারে ফটো রাখার বিষয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য জানানো হল।

Android Phone এর dialer-এ ফটো সেট করার পদ্ধতি

স্টেপ 1. সবার প্রথমে আপনার মোবাইলে Contacts App টি খুলুন বা Dialer App টি খুলে Contacts এ যান।

স্টেপ 2. আপনি যেই নম্বরে ছবি দিতে চান সেটায় ক্লিক করুন।

স্টেপ 3. তারপর নীচের edit contact এ ক্লিক করুন এবং তারপর প্রোফাইল আইকনে ক্লিক করুন।

স্টেপ 4. তারপর টেক ফটো এবং গ্যালারি থেকে ফটো সিলেক্ট করার অপশন আসবে।

স্টেপ 5. তারপর আপনার মোবাইলের গ্যালারি খুলবে, এখান থেকে আপনি যেই ছবিটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ 6. তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ছবি ক্রপ করে এডজাস্ট করুন এবং OK তে ক্লিক করুন।

স্টেপ 8. তারপরে কন্টাক্ট নম্বরে ফটো সেট হয়ে যাবে এবং রিসিভ ও কল করার সময়, নম্বরের নামের সাথে ফটোটিও দেখা যাবে।

Note: আপনি যদি ফুল স্ক্রিনে ছবিটি চান তাহলে তার জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে।

App এর মাধ্যমে Phone Dialer-এ ফুল স্ক্রীন ফটো সেট করার পদ্ধতি

স্টেপ 1. প্রথমে প্লে স্টোর থেকে Full Screen Caller ID অ্যাপ (ফ্রি) ইনস্টল করুন।

স্টেপ 2. তারপর এই অ্যাপটি সেটআপ করতে আপনাকে কিছু পারমিশন দিতে হবে।
স্টেপ 3. তারপর Full Screen Caller ID অ্যাপের অপশনে ক্লিক করে Set as default অপশনে ক্লিক করুন।

স্টেপ 4. তারপরে যেই কন্টাক্টে আপনি ইতিমধ্যেই ছবি সিলেক্ট করেছেন সেটা কল করার সময় ফুল স্ক্রিনে দেখা যাবে।

iPhone এর Dialer-এ ছবি সেট করার পদ্ধতি

স্টেপ 1. প্রথমে আইফোনের সেটিংসে যান।

স্টেপ 2. তারপর Phone অপশনে ক্লিক করুন।

স্টেপ 3. তারপর ইনকামিং কল এ ক্লিক করুন।

স্টেপ 4. তারপরে আপনি ফুল স্ক্রিন অপশনে ক্লিক করুন।

স্টেপ 5. তারপরে গ্যালারিতে গিয়ে যেকোনো একটি ছবি সিলেক্ট করুন।

স্টেপ 6. ফটো সিলেক্ট করে এডিট অপশনে ক্লিক করুন এবং সাইজ সেট করুন।

স্টেপ 7. তারপরে ফটো সিলেক্ট করুন এবং Assign to contact এ ক্লিক করুন।

স্টেপ 8. তারপরে ছবিটি যেকোনো একটি Contacts এ রাখুন।

স্টেপ 9. তারপর কল করলে এবং আসলে নামের সাথে ফটোটি দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here