WhatsApp এবং Google Map এ লোকেশন শেয়ার করা খুবই সহজ, জেনে নিন উপায়

Highlights

  • স্মার্টফোনে লোকেশন শেয়ার করা খুবই সহজ।
  • স্মার্টফোনে গুগল ম্যাপের সাহায্যে আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন।
  • Google ম্যাপের পাশাপাশি আপনি অন্যান্য অ্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন।

ইনফরমেশন টেকনোলজি আমাদের অনেক সমস্যাকে সহজ করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হল লোকেশন খুঁজে বের করা। আপনারা সবাই লোকেশন খোঁজার জন্য কখনও না কখনও তো নিশ্চয়ই স্মার্টফোন ব্যবহার করেছেন। শহরে তো লোকেশন ছাড়া একটি অনলাইন ক্যাব পরিষেবা কল্পনা করাও কঠিন। এটি আমাদের সকলকে খুব সহজে এবং সহজভাবে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়৷ আরও পড়ুন: তুষারময় রাস্তায় ছুটতে দেখা গেল Xiaomi এর প্রথম ইলেকট্রিক গাড়িকে, লুক ও ফিচারে সবাইকে হারিয়ে দেবে!

গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি লোকেশন শেয়ার করে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের রক্ষা করতে পারেন। আপনি সবসময় বাচ্চা বা বয়স্কদের সাথে থাকতে পারবেন না। আপনার যদি তাদের লোকেশন জানা থাকে তাহলে আপনি যেকোন সময় তাদের কাছে পৌঁছে যেতে পারবেন। মানে দূরে থাকলেও সে আপনার কাছেই আছেই থাকবে।আজকের এই পোস্টে আপনাদের লোকেশন শেয়ারিং সম্পর্কে টিপস জানানো হল।

এই পোস্টে আপনাদের WhatsApp এবং Google ম্যাপের মাধ্যমে একে অপরের কাছে লোকেশন শেয়ার করার সহজ উপায় জানানো হল৷ আরও পড়ুন: 35 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে OnePlus 11R স্মার্টফোন, পাবেন 16GB RAM + 512GB স্টোরেজ

WhatsApp এ কীভাবে লোকেশন শেয়ার করবেন

স্টেপ 1: WhatsApp এ লোকেশন শেয়ার করার জন্য আপনি যাকে লোকেশন পাঠাতে চান আপনাকে প্রথমে তার চ্যাট ওপেন করতে হবে।

স্টেপ 2: চ্যাটে আপনি Attachment আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

স্টেপ 3: এখানে আপনাকে লোকেশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: পরবর্তী পেজে ম্যাপ খুলবে এবং আপনার সামনে কিছু অপশন চলে আসবে।

লাইভ লোকেশন: সবার প্রথমে আপনি লাইভ লোকেশনের অপশন দেখতে পাবেন। আপনি যদি ট্রাভেল করেন তাহলে আপনি লাইভ লোকেশন শেয়ার করতে পারেন, এতে আপনি যাকে লোকেশন শেয়ার করছেন তিনি সহজেই আপনাকে ট্র্যাক করতে পারবেন।

কারেন্ট লোকেশন: দ্বিতীয় অপশনটি কারেন্ট লোকেশনের জন্য। এর সাহায্যে আপনি আপনার কারেন্ট লোকেশন যে কোন ব্যক্তিকে পাঠাতে পারবেন।

Google Map এ লোকেশন কিভাবে শেয়ার করবেন?

স্টেপ 1: সবার প্রথমে আপনার ফোনে Google Map ওপেন করতে হবে।

স্টেপ 2: আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন, এখানে আপনি লোকেশন শেয়ারিং এর অপশন পাবেন।

স্টেপ 3: এবার আপনাকে New Share এ ক্লিক করতে হবে। এখানে আপনি লোকেশন কত সময়ের জন্য শেয়ার করতে চান সেটা সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: এবার আপনি কিছু অ্যাপ দেখতে পাবেন যার মাধ্যমে আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। আপনি চাইলে WhatsApp এও লোকেশন শেয়ার করতে পারেন।

স্টেপ 5: আপনি যদি Google Map এ লোকেশন শেয়ার করতে চান, তাহলে নীচে থাকা কন্টাক্টে ক্লিক করতে হবে। সেই কন্টাক্টে ক্লিক করুন এবং লোকেশন শেয়ার করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here