5000mAh ব‍্যাটারী ও 8GB র‍্যামের সঙ্গে চাইনিজ কোম্পানিকে টেক্কা দিতে লঞ্চ হল HTC Desire 21 Pro 5G

এই বছর অর্থাৎ 2021 সালটিকে টেক জগতে 5জি স্মার্টফোন লঞ্চের জন্য মনে রাখা হবে। প্রায় প্রত‍্যেকটি মোবাইল ব্র‍্যান্ড ও টেক কোম্পানি মার্কেটে তাদের 5জি সাপোর্টেড স্মার্টফোন নিয়ে আসছে। এই কোম্পানিগুলির লিস্টে আজ নাম লেখাল HTC। এইচটিসি আন্তর্জাতিক মঞ্চে HTC Desire 21 Pro 5G নামে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। স্টাইলিশ ডিজাইন ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি আপাতত তাইবানে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে।

HTC Desire 21 Pro 5G

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন HTC Desire 21 Pro 5G ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন ও 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। কোম্পানির এই নতুন ফোনের ডায়মেনশন 167.1 × 78.1 × 9.4 এম‌এম এবং ওজন 205 গ্ৰাম।

HTC Desire 21 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690জি চিপসেটে রান করে। প্রসঙ্গত, কোয়ালকমের এই চিপসেটটি 5জি নেটওয়ার্ক সাপোর্ট করে। তাইবানে এই ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য HTC Desire 21 Pro 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

HTC Desire 21 Pro 5G ফোনটি একটি 5জি ও 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

দাম

তাইবানে HTC Desire 21 Pro 5G ফোনটি TWD 11,990 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি। কোম্পানি তাদের এই নতুন ফোনটি Star Blue ও Fantasy Purple কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটি ভারতে আদৌ লঞ্চ হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তাই HTC Desire 21 Pro 5G এর ভারতে লঞ্চ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here