গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া Huawei Mate XT ফোনটি প্রথম ট্রাই-ফোল্ডিং ফোনের স্থান পেয়েছিল। এতে একটি ইউনিক ট্রিপল ফোল্ডবল স্ক্রিন রয়েছে, এটি বাজারে উপস্থিত বুক-স্টাইল এবং ফ্লিপ-স্টাইল ফোল্ডবল ফোনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এবার ফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হতে পারে। কারণ একটি গ্লোবাল সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Huawei Mate XT এর টিডিআরএ সার্টিফিকেশন
- Huawei Mate XT এর মডেল নাম্বার: GRL-LX9 মডেল নাম্বার সহ UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
- লিস্টিঙের মাধ্যমে মার্কেটিং নেম: Huawei Mate XT ফোনের ব্র্যান্ড নেম Huawei Tech UAE বলে জানা গেছে।
এছাড়া সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এর চেয়ে বেশি কোনো তথ্য জানা যায়নি। আগেই জানা গিয়েছিল 2025 সালে Huawei Mate XT Q1 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। যদি এই তথ্য সঠিক প্রমাণিত হয়, তবে মার্চ মাসের মধ্যেই ফোনটি লঞ্চ করা হতে পারে। ফোনটির হার্ডওয়্যার চীনের মডেলের মতো হবে বলে আশা করা হচ্ছে।
Huawei Mate XT এর ডিটেইলস
- ডিসপ্লে: চীনের Huawei Mate XT ভেরিয়েন্ট সম্পূর্ণ ফোল্ড হলে 6.4 ইঞ্চির সিঙ্গেল স্ক্রিন, 7.9 ইঞ্চির 2K ডুয়েল ডিসপ্লে এবং আনফোল্ড হওয়ার পর 3K রেজোলিউশন সহ 10.2 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিতে OLED স্ক্রিন 1.07 বিলিয়ন কালার, P3 ওয়াইড কালার গ্যামট, LTPO অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 1440Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং 240Hz পর্যন্ত টাচ স্যাম্পেলিং রেট রয়েছে।
- প্রসেসর: এই ফোল্ডেবল ফোনটিতে Kirin 9010 SoC প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: ফোনটিতে 16GB RAM সহ 256GB/512GB/1TB স্টোরেজ অপশন রয়েছে।
- ক্যামেরা: ফোনটিতে OIS, f/1.4-f/4.0 ভেরিয়েবল অ্যাপারর্চার, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5.5x জুম এবং OIS সহ 12MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইভাবে ফ্রন্টে 8MP লেন্স যোগ করা হয়েছে।
- ব্যাটারি: Huawei Mate XT ফোনটিতে 66W ফাস্ট ওয়্যার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি: ফোনটিতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 LE, GPS, NavIC, NFC এবং USB টাইপ-C মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
চীনে Huawei Mate XT ফোনটির 16GB + 256GB ভ্যানিলা মডেলের দাম CNY 19,999 (অর্থাৎ প্রায় 2.43 লক্ষ্য টাকা) এবং CNY 23,999 (অর্থাৎ প্রায় 2.93 লক্ষ্য টাকা) রাখা হয়েছে। ট্রাই ফোল্ডবল ফোনটি ভারতে লঞ্চ করা হবে না বলে আশা করা হচ্ছে, কারণ Huawei ভারতে স্মার্টফোন সেগমেন্টে তাদের ডিভাইসগুলি রিটেইল করে না।