Indian Gadget Awards 2023: 30টিরও বেশি অ্যাওয়ার্ড, 200টির বেশি নমিনেশন, দেখে নিন ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ডের সম্পূর্ণ ডিটেইলস

টেক জগতে একটা সময় ফিচার ফোন এবং দেক্সটপ কম্পিউটার ছিল শেষ কথা। অথচ আজকের দিনে দাঁড়িয়ে ফোল্ডেবল স্মার্টফোন এবং স্টাইলিশ ল্যাপটপ সাধারণ মানুষের প্রথম পছন্দ। আমরা এই পরিবর্তনের সাক্ষী থাকার পাশাপাশি আমাদের পাঠকদের প্রতিটি ছোট বড় খবর সম্পর্কে আপডেটও দিয়েছি। আর কয়েক সপ্তাহ পরেই নতুন বছর আসছে এবং সঙ্গে আসছে টেকনোলজির নতুন প্রজম্ম। কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই আমরা বুগত বছরগুলির মতোই 2023 সালের সেইসব টেক প্রোডাক্টগুলিকে স্মমানিত করতে চলেছি যেগুলি সারা বছর ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে রয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে Indian Gadget Awards 2023। 14 ডিসেম্বর, 2023 আয়োজিত ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড ইভেন্টের মঞ্চে 29 জুরি ক্যাটাগরির পাশাপাশি 5 ইউজার চয়েস অ্যাওয়ার্ড রাখা হয়েছে।

প্রথমেই জানিয়ে রাখি গত বছরের তুলনায় এই বছর এই অ্যাওয়ার্ড আরও বড় হতে চলেছে। এই বছর ভারতের স্বনামধন্য পাবলিকেশন থেকে শুরু করে দেশের বিভিন্ন বড় বড় ইউতিউবার সহ 30-এরও বেশি জুরি মেম্বার রয়েছেন। শুধুমাত্র জুরিদের 29 ক্যাটাগরির জন্য 150টিরও বেশি গ্যাজেট নমিনেট করা হয়েছে। এর মধ্যে মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে রয়েছে টিভি, টিডব্লিউএস, ওয়্যারেবল এবং এসওসি। এই পোস্টে IGA 2023 এর সমস্ত ক্যাটাগরি এবং তাদের নমিনী সম্পর্কে জানানো হল। সমস্ত ক্যাটাগরির বিজয়ী সম্পর্কে জানতে 14 ডিসেম্বর, 2023 পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানিয়ে রাখি আপনিও নিজের পছন্দের গ্যাজেট বেছে নিতে পারবেন। এর জন্য ‘Indian Gadget Awards 2023‘ এর সাইটে ক্লিক করুন।

Indian Gadget Awards 2023

Indian Gadget Awards 2023- জুরি ক্যাটাগরি

ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড 2023 (IGA 2023)-এ মোট 29 অ্যাওয়ার্ড রয়েছে, যার মধ্যে 11টি শুধুমাত্র মোবাইল ফোনের জন্য। এছাড়া 2টি ক্যাটাগরি ট্যাবলেট, 2টি ক্যাটাগরি টিভি, 5টি ক্যাটাগরি ল্যাপটপ, 2টি ক্যাটাগরি টিডব্লিউএস, 2টি ক্যাটাগরি ওয়্যারেবল, 2টি ক্যাটাগরি মোবাইল এসওসি, 2টি ক্যাটাগরি ল্যাপটপ প্রসেসর এবং 1টি ক্যাটাগরি জিপিইউ এর জন্য ধার্য করা হয়েছে। এছাড়াও ইউজার চয়েস হিসাবে 5টি ক্যাটাগরি রাখা হয়েছে। এই সবকটি ক্যাটাগরি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। IGA 2023 এর ফুল ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

1. বেস্ট ফোন 2023 (15 হাজার টাকার মধ্যে)

মোবাইল ফোন ক্যাটাগরির মধ্যে এটিই প্রথম। যেসব ফোন 2023 সালে 15 হাজার টাকা দামে লঞ্চ হয়েছে সেগুলি এই লিস্টে স্থান পেয়েছে। জুরি মেম্বাররা এই বছর এই ক্যাটাগরিতে মোট 13টি ফোন রেখেছে। সবচেয়ে বড় কথা এই ক্যাটাগরিতে স্যামসাঙ এবং শাওমির মতো ব্র্যান্ডকে ইনফিনিক্স ও টেকনোর মতো ব্র্যান্ডের ফোন টক্কর দিচ্ছে। এছাড়া নোকিয়া এবং ভিভো এই ক্যাটাগরিতে আসায় খেলা যেন আরও জমে উঠেছে। এই ক্যাটাগরির নমিনেটেড ফোনের লিস্ট নিচে দেওয়া হল।

 • Infinix Note 30 5G
 • Tecno POVA 5 Pro 5G
 • Realme 11X 5G
 • Redmi 12 5G
 • POCO M6 Pro 5G
 • Samsung Galaxy F14 5G / M14 5G
 • Samsung Galaxy F14 5G
 • itel P55 5G
 • Lava Blaze Pro 5G
 • Moto G14
 • Vivo T2x 5G
 • itel S23+
 • Nokia G42 5G

2. বেস্ট ফোন 2023 (25 হাজার টাকার মধ্যে)

মোবাইল সেগমেন্টে আমাদের দ্বিতীয় ক্যাটাগরির সর্বোচ্চ দাম 25 হাজার টাকা। আগে এই ফোনে স্যামসাঙ, শাওমি এবং রিয়েলমির বেশি থাকলেও বর্তমানে এই সেগমেন্টে ওয়ানপ্লাস এবং ইনফিনিক্সের আধিপত্য এই প্রতিযোগিতা আরও আকর্ষণীয় করে তুলেছে। মোটোরোলার উপস্থিতি অন্যান্য ব্র্যান্ডের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে। এই ক্যাটাগরির নমিনীদের লিস্ট নিচে শেয়ার করা হল।

 • Tecno Camon 20 Pro 5G
 • POCO X5 Pro 5G
 • Infinix GT 10 Pro
 • Infinix Zero 30 5G
 • iQOO Z7 Pro 5G
 • Motorola Edge 40 Neo
 • Lava Agni 2
 • OnePlus Nord CE 3 Lite 5G
 • Realme 11 Pro 5Gॉ
 • Samsung Galaxy F34 5G / M34 5G
 • Samsung Galaxy F34 5G
 • Redmi Note 12 Pro 5G
 • Vivo T2 Pro 5G
 • OPPO A79 5G

3. বেস্ট ফোন 2023 (35 হাজার টাকার মধ্যে)

ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড 2023 (IGA 2023) এর মোবাইল ক্যাটাগরির এটি তৃতীয় অ্যাওয়ার্ড। এই লিস্টে 35 হাজার টাকার বাজেটের ফোন রাখা হয়েছে। এই ফোনগুলি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য ফ্ল্যাগশিপ ফোনকেও টক্কর দিতে সক্ষম। এই লিস্টে Realme 11 Pro+ 5G এর পাশাপাশি Redmi Note 12 Pro+ 5G, OnePlus Nord 3 5G, iQOO Neo 7 Pro এবং Motorola Edge 40 এর মতো বিভিন্ন জনপ্রিয় ফোনের নাম রয়েছে।

 • Realme 11 Pro+ 5G
 • Redmi Note 12 Pro+ 5G
 • OnePlus Nord CE3 5G
 • OnePlus Nord 3 5G
 • iQOO Neo 7 Pro
 • Samsung Galaxy F54 5G
 • Motorola Edge 40
 • Samsung Galaxy A34 5G
 • OPPO Reno10 5G
 • Vivo V29
 • POCO F5

4. বেস্ট ফোন 2023 (50 হাজার টাকার মধ্যে)

মোবাইল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমারা গত বছরের মতোই এই বছরও 50 হাজার টাকা বাজেটের একটি সেগমেন্ট রেখেছি, এতে স্যামসাঙ, ওয়ানপ্লাস, ভিভো এবং ওপ্পোর মতো পুরনো ব্রনাদ টো রয়েছেই, তার সঙ্গে গুগল চলে আসায় এই ক্যাটাগরি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার সবই জুরিদের হাতে, কোন ফোন জিতবে আর কে পিছিয়েই থাকবে।

 • OnePlus 11R 5G
 • OPPO Reno10 Pro 5G
 • Vivo V29 Pro
 • Nothing Phone (2)
 • Honor 90
 • Samsung Galaxy A54 5G
 • Samsung Galaxy S21 FE 5G (2023)
 • Google Pixel 7a
 • Tecno Phantom X2 Pro 5G

5. বেস্ট সেলফি ফোন – মেইনস্ট্রিম

2023 সালে কোন ফোনটির সেলফি সয়াল মিডিয়াতে সবচেয়ে বেশি দেখা গেছে? এই বিষয়ে জানার জন্য আমরা বেস্ট সেলফি ফোন 2023 অ্যাওয়ার্ড ক্যাটাগরি রেখেছি, যেখানে আবার করা প্রতিযোগিতা রয়েছে ভিভো এবং ওপ্পোর মধ্যে। এবার মোটোরোলা এবং আইকুর মতো ব্র্যান্ডও এবা র এই সেগমেন্টে জায়গা করে নিয়েছে। নিচে সম্পূর্ণ লিস্ট দেওয়া হল।

 • Realme 11 Pro+ 5G
 • OnePlus Nord 3 5G
 • Samsung Galaxy F54 5G
 • Vivo V29
 • Vivo V29e
 • OPPO Reno10 5G
 • Redmi Note 12 Pro+ 5G
 • iQOO Neo 7 Pro
 • Motorola Edge 40
 • Infinix Zero 30 5G
 • POCO F5
 • POCO X5 Pro 5G

6. বেস্ট ক্যামেরা ফোন 2023 – মেইনস্ট্রিম

প্রতি বছরের মতোই এই বছরও আমরা মোবাইল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দুটি ক্যামেরা অ্যাওয়ার্ড রাখা হয়েছে। এর মধ্যে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হবে 35 হাজার টাকার বাজেটের মধ্যে Best Camera Phone of 2023 – Mainstream হিসাবে। সবচেয়ে বড় কথা এবার এই বাজেটের মধ্যে 200 এমপি ক্যামেরা সহ ফোন পাওয়া যাচ্ছে, যা যথেষ্ট ভালো কথা। জুরিরা এই সেগমেন্টে মোট 12টি ফোন নমিনেট করেছেন। এই ক্যাটাগরির নমিনী লিস্ট নিচে দেওয়া হল।

 • Realme 11 Pro+ 5G
 • OnePlus Nord 3 5G
 • Samsung Galaxy F54 5G
 • Vivo V29
 • Vivo V29e
 • OPPO Reno10 5G
 • Redmi Note 12 Pro + 5G
 • iQOO Neo 7 Pro
 • Motorola Edge 40
 • Infinix Zero 30 5G
 • POCO X5 Pro 5G
 • Tecno Camon 20 Premier 5G

7. বেস্ট ক্যামেরা ফোন 2023 – প্রিমিয়াম

মোবাইল ফোনের ক্যামেরার জন্য তৃতীয় অ্যাওয়ার্ড ক্যাটাগরি হল বেস্ট ক্যামেরা ফোন – প্রিমিয়াম। এই সেগমেন্টে যেমন রয়েছে কার্ল জেইস লেন্স সহ Vivo X90 Pro স্মার্টফোন, তেমনই রয়েছে লাইকা ক্যামেরা সহ Xiaomi 13 Pro এবং হ্যাসেলব্লেড লেন্স ইন্টিগ্রেটেড OnePlus 11 স্মার্টফোন। এখানেই শেষ নয়, এই লিস্টে নমিনী হিসাবে লড়াই করছে Samsung Galaxy S23 Ultra এবং Apple iPhone 15 Pro Max ফোনও। বোঝাই যাচ্ছে এই ক্যাটাগরিতে কতটা কড়া প্রতিযোগিতা দেখা যাবে। এখন দেখার কোন ফোনটি জিতবে বেস্ট খেতাব।

 • Samsung Galaxy S23 Ultra
 • Apple iPhone 15 Pro Max
 • Google Pixel 8 Pro
 • Vivo X90 Pro
 • OnePlus 11 5G
 • iQOO 11 5G
 • OPPO Reno10 Pro+ 5G
 • Xiaomi 13 Pro 5G
 • Vivo V29 Pro
 • Honor 90
 • OPPO Find N3 Flip
 • OnePlus Open

8. বেস্ট গেমিং ফোন 2023 – মেইনস্ট্রিম

আজকের দিনে দাঁড়িয়ে তরুণ ইউজাররা ফোন নেওয়ার আগে চেক করে সেই ফোনের গেমিং পারফরমেন্স কেমন। এই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি বেস্ট গেমিং ফোন 2023 – মেইনস্ট্রিম ক্যাটাগরি। এই সেগমেন্টে 35 হাজার টাকা বাজেটের মধ্যে ফোন রাখা হয়েছে এবং এই লিস্টেও রিয়েলমি, রেডমি এবং মোটোরোলার মতো ফোনগুলি জায়গা পেয়েছে। এবার এতে ইনফিনিক্স ও পোকো পর্যন্ত জায়গা করে নিয়েছে। তবে সবচেয়ে বেশি এই লিস্টে নজর কাড়ছে আইকু এবং ওয়ানপ্লাসের ফোন। সম্পূর্ণ লিস্ট নিচে জানানো হল।

 • iQOO Neo 7 Pro 5G
 • OnePlus Nord 3 5G
 • Infinix GT 10 Pro
 • Motorola Edge 40
 • POCO F5
 • Redmi Note 12 Pro + 5G
 • Realme 11 Pro + 5G

9. বেস্ট গেমিং ফোন 2023 – প্রিমিয়াম

গেমিং সেগমেন্টের দ্বিতীয় অ্যাওয়ার্ড হল বেস্ট গেমিং ফোন 2023 – প্রিমিয়াম। এই সেগমেন্টে Samsung Galaxy S23 Ultra থেকে শুরু করে Apple iPhone 15 Pro Max এবং ASUS ROG Phone 7 Ultimate সবচেয়ে শক্তিশালী গেমিং ফোনের লড়াইতে লড়ছে। এই ক্যাটাগরির সম্পূর্ণ লিস্ট নিচে জানানো হল।

 • Samsung Galaxy S23 Ultra
 • Google Pixel 8 Pro
 • Apple iPhone 15 Pro Max
 • Vivo X90 Pro
 • OnePlus 11 5G
 • iQOO 11 5G
 • ASUS ROG Phone 7 Ultimate
 • OnePlus 11R 5G

10. বেস্ট ফোল্ডেবল স্মার্টফোন 2023

এই বছর বিভিন্ন ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোন সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। সবচেয়ে বড় কথা 50 হাজার টাকার বাজেটেও ফোল্ডেবল ফোন কেনা যায়। এবার জুরিরা বেস্ট ফোল্ডেবল স্মার্টফোন ক্যাটাগরিতে স্যামসাঙ, মোটোরোলা এবং ওপ্পো ছাড়াও ওয়ানপ্লাস ও টেকনোর মতো ব্র্যান্ডের নাম রেখেছে। এই ক্যাটাগরির সম্পূর্ণ লিস্ট নিচে দেওয়া হল।

 • Tecno Phantom V Fold 5G
 • Tecno Phantom V Flip 5G
 • Motorola Razr 40
 • Motorola Razr 40 Ultra
 • Samsung Galaxy Z Fold5
 • Samsung Galaxy Z Flip5
 • OPPO Find N3 Flip
 • OnePlus Open

11. ফোন অফ দা ইয়ার

এটি সেরার সেরা ক্যাটাগরি, যা সব ফোনই জিততে চায়। তবে জুরিদের ক্ষেত্রে বিষয়টি এরকম নয়। 2023 সালে 100টিরও বেশি ফোন লঞ্চ হয়েছে, তবে ফোন অফ দা ইয়ার খেতাবের জন্য জুরিরা মাত্র 14টি ফোন সিলেক্ট করেছেন। লিস্টে যেমন স্যামসাঙ, অ্যাপেল এবং ওয়ানপ্লাস রয়েছে তেমনই রয়েছে মোটোরোলা ও শাওমির নাম। বিজেতার নাম জানা যাবে 14 ডিসেম্বর, তবে ক্যাটাগরির নমিনী লিস্ট নিচে দেওয়া হল।

 • Samsung Galaxy S23 Ultra
 • Google Pixel 8 Pro
 • Apple iPhone 15 Pro Max
 • Vivo X90 Pro
 • Xiaomi 13 Pro 5G
 • Samsung Galaxy Z Fold5
 • Samsung Galaxy Z Flip5
 • OnePlus 11 5G
 • iQOO 11 5G
 • OPPO Reno10 Pro+ 5G
 • OPPO Find N3 Flip
 • OnePlus Open
 • Tecno Phantom V Fold 5G
 • Motorola Razr 40 Ultra

বেস্ট টিভি 2023

ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড 2023 (IGA 2023) এর জন্য আমরা দুটি সেগমেন্ট রেখেছি যার মধ্যে প্রথমটি জুরি অ্যাওয়ার্ড। Best TV of 2023 – Mainstream এবং Best TV of 2023 – Premium।

বেস্ট টিভি 2023 – মেইনস্ট্রিমে মূলত সেইসব টিভি রাখা হয়েছে যেগুলি 2023 সালে লঞ্চ হয়েছে এবং দাম 50,000 টাকার কম। বিগত কয়েক বছর ধরে এই সেগমেন্টে শাওমির রাজত্ব ছিল, তবে এখন ধীরে ধীরে স্যামসাঙ ও এলজি থেকে শুরু করে মোটোরোলা ও ইনফিনিক্স পর্যন্ত এই সেগমেন্টে লড়ছে। এই সেগমেন্টের লড়াই যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে। নিচে এই ক্যাটাগরির লিস্ট দেওয়া হল।

 • Redmi Smart Fire TV 4K 43
 • Xiaomi Smart TV X Pro 55
 • Samsung Crystal Vision 4K (UA43CUE70AKLXL)
 • Infinix W1 QLED TV 4K 65
 • Kodak TV CA PRO 5099
 • Blaupunkt QLED Google TV 55
 • Thomson OPMAX 9033 4K TV 65 (65OPMAX9033)
 • Motorola Revou-Q QLED TV 55 (55UHDAQMDT5Q)
 • Motorola EnvisionX QLED TV (55UHDGQMWS5Q)
 • Acer H Pro Series 55 (AR55GR2851UDPRO)
 • Xiaomi Smart TV X Series 43 (L43M7-A2IN)
 • Sony Bravia KD-43X75L
 • Acer V QLED Series 55 (AR55GR2851VQD)

দ্বিতীয় ক্যাটাগরি বেস্ট টিভি 2023 – প্রিমিয়াম এই ক্যাটাগরিতে আগের বারের মতোই স্যামসাঙ, সোনী এবং এলজির মধ্যে লড়াই চলছে। তবে ওয়ানপ্লাস এবং শাওমি টিভিও এই রেসে নেমে পড়েছে। এখন জুরিদের ওপর নির্ভর করছে তাঁরা কোন টিভিকে এই সেগমেন্টের সেরা নির্ণয় করে।

 • Sony Bravia XR MASTER Series A95L OLED XR-65A95L
 • Sony Bravia XR-65X90L
 • OnePlus Q2 Pro 65
 • Xiaomi Smart TV X 65
 • LG OLED evo G3 77 (OLED77G3PSA)
 • Hisense Mini LED TV 85U7K
 • Sony Bravia XR A80L (XR-77A80L)
 • Samsung S95C OLED 77
 • LG OLED Z3 8K Smart TV 88 (OLED88Z3PSA)
 • Samsung QN90C QLED 85
 • Samsung QN95C Neo QLED 65
 • TCL 98C755 QD-Mini LED 4K TV
 • Xiaomi Smart TV X Pro 55
 • LG G2 4K Smart OLED evo TV 97 (OLED97G2PSA)
 • Acer W QLED 65 (AR65AR2851QD)
 • Samsung QN900C Neo QLED 8K 85

ল্যাপটপ সেগমেন্ট

গত বছর পর্যন্ত ল্যাপটপ সেগমেন্টে শুধুমাত্র চারটি অ্যাওয়ার্ড দেওয়া হত, তবে এবার জুরির পক্ষ থেকে 5টি অ্যাওয়ার্ড ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এই বছর কম বাজেটের একটি Best Budget Laptop of 2023 অ্যাওয়ার্ড রাখা হয়েছে। এছাড়া আগের মতোই Best Laptop of 2023 – Mainstream, Best Laptop of 2023 – Premium, Best Gaming Laptop of 2023 – Mainstream এবং Best Gaming Laptop of 2023 – Premium ক্যাটাগরি রাখা হয়েছে। বাকি সবকিছু গত বছরের মতোই রাখা হয়েছে।

বেস্ট বাজেট ল্যাপটপ 2023 ক্যাটাগরিতে সেইসব ল্যাপটপ রাখা হয়েছে যেগুলির দাম 40,000 টাকার মধ্যে। এখানে এইচপির সঙ্গে লড়ছে এসার। আবার এই দুই জনপ্রিয় ব্র্যান্ডকে টেক্কা দিচ্ছে ইনফিনিক্স ও টেকনো। এই ল্যাপটপ সেগমেন্টের নমিনী লিস্ট নিচে দেওয়া হল।

 • Infinix InBook X3 Slim
 • Tecno Mega Book T1
 • Zebronics NBC 2S (Pro Y)
 • Zebronics ZEB-NBC 4S (Pro Z)
 • HP Chromebook 15.6 (15a-na0012TU)
 • MSI Modern 15 (AMD)
 • ASUS Vivobook Go 14 (2023)
 • Lenovo IdeaPad Slim 3i 13th Gen 15 (Intel)
 • MSI Modern 15 (Intel)
 • Lenovo IdeaPad Slim 3 (Ryzen 3 7320U)
 • Acer Aspire 3 A315-24P (AMD)
 • Acer Aspire Lite (AMD Ryzen 5 5500U)
 • Acer Aspire 3 Thin and Light A315-24
 • MSI Modern 14 (C11M-031IN)

ল্যাপটপ সেগমেন্টের দ্বিতীয় অ্যাওয়ার্ড বেস্ট ল্যাপটপ 2023 – মেইনস্ট্রিম। এই সেগমেন্টে মূলত 2023 সালে লঞ্চ করা 80 হাজার টাকার বাজেটের ল্যাপটপ রাখা হয়েছে। এখানে পুরনো ব্র্যান্ডের মধ্যেই লড়াই বেশি দেখা গেছে। এক্ষেত্রে গুরুত্ব পেয়েছে এসার, আসুস, ডেল এবং এইচপি। এই ক্যাটাগরির নমিনী লিস্ট নিচে দেওয়া হল।

 • Acer Aspire Vero
 • Acer Swift GO OLED (SFG14-71)
 • Infinix Zero Book
 • HP Pavilion x360
 • ASUS Vivobook 15 OLED (Intel)
 • Dell Inspiron 5330
 • Dell Inspiron 5630
 • ASUS Vivobook S14 Flip (AMD)
 • ASUS Vivobook S14 Flip (Intel)
 • Fujitsu UH-X
 • Lenovo Yoga Slim 6
 • ASUS Vivobook 16X
 • Samsung Galaxy Book3
 • ASUS VivoBook 15 OLED (AMD)
 • Tecno Megabook T1 (i7)
 • Lenovo IdeaPad Slim 5i 13th Gen 14 (Intel)
 • Dell Inspiron 14 2-in-1 (7430)
 • Lenovo IdeaPad Flex 5i
 • HP Envy x360 15

ল্যাপটপ সেগমেন্টের তৃতীয় অ্যাওয়ার্ড বেস্ট ল্যাপটপ 2023 – প্রিমিয়াম। এখানে স্থান পেয়েছে 80 হাজার টাকার চেয়ে বেশি দামের ল্যাপটপ। এই ক্যাটাগরিতে মূলত ল্যাপটপ মার্কেটের বিভিন্ন বড় ব্র্যান্ডগুলি একে ওপরের সঙ্গে লড়াই করছে। এখানে এসার, আসুস, ডেল ও এইচপির পাশাপাশি লড়ছে স্যামসাঙ, অ্যাপেল ও এলজি। নিচে এই সেগমেন্টের নমিনী লিস্ট শেয়ার করা হল।

 • Apple MacBook Air 15-inch
 • Samsung Galaxy Book3 Pro 360
 • ASUS Zenbook S 13 OLED (2023) UX5304VA
 • Lenovo Yoga Book 9i 13th Gen
 • Dell Inspiron 16 2-in-1
 • Dell XPS 13 Plus
 • HP Spectre x360
 • LG Gram 360 16-inch
 • Gigabyte AERO 14
 • Apple MacBook Pro 16-inch
 • ASUS ZenBook Pro 14 Duo OLED
 • Samsung Galaxy Book3 Ultra
 • HP Dragonfly G4
 • Dell XPS 17 9730

গেমিং ফোনের কথা উঠেছে, অথচ গেমিং ল্যাপটপ নিয়ে কথা হবে না- কেমন যেন অবাস্তব চিন্তাভাবনা। জুরিরা এই বিষয়টি মাথায় রেখে তৈরি করেছেন বেস্ট গেমিং ল্যাপটপ 2023 – মেইনস্ট্রিম ক্যাটাগরি এবং এখানে স্থান পেয়েছে এক লক্ষ টাকা পর্যন্ত দামের ল্যাপটপ। এই সেগমেন্টে সাধারণত আসুস নজর কারলেও এই বছর এইচপি ওমেন এবং এসার প্রিডেটার যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই ক্যাটাগরির নমিনীদের নাম নিচে দেওয়া হল।

 • MSI Cyborg 15 A12UCX
 • ACER Predator Helios Neo 16 PHN16-71
 • HP Victus 15-fa1062TX
 • ASUS TUF Gaming F15 (FX507ZV-LP094W)
 • HP OMEN 16 wd0880TX
 • Acer Nitro V ANV15-51
 • Lenovo LOQ (15IRH8)
 • MSI Bravo 15 (C7VFK-087IN)
 • MSI Bravo 15 (C7VEK-088IN)
 • ASUS TUF F17 (FX706HF-HX018W)
 • ASUS TUF Gaming A15 (FA577NU-LP082W)
 • Gigabyte G5 MF-G2 (MF-G2IN313SH)
 • MSI Katana 15 (B12UD)

Dell Alienware, MSI Vector, ASUS ROG, Lenovo Legion এবং HP OMEN এর মতো বিভিন্ন বড় নাম আজ একটি খেতাব জেতার জন্য লড়ছে এবং নমিনী হিসাবে স্থান পেয়েছে বেস্ট গেমিং ল্যাপটপ 2023 – প্রিমিয়াম ক্যাটাগরিতে। জুরিদের জন্য এর মধ্যে থেকে একটি মাত্র বেস্ট ল্যাপটপ বাছাই করা যথেষ্ট ক্ষতের কাজ হবে। এই সেগমেন্টের নমিনী লিস্ট নিচে দেওয়া হল।

 • Dell Alienware m18
 • Dell Alienware x16
 • MSI TITAN GT77 (13VI-092IN)
 • MSI Vector GP78 (GP78HX 13VI-409IN)
 • ASUS ROG Zephyrus Duo 16 (GX650PZ-NM047WS)
 • ASUS ROG Strix Scar 18 (G834JY-N6056WS)
 • ASUS ROG Zephyrus M16 (GU604VZ-NM050WS)
 • HP OMEN 17 (17-ck2011TX)
 • Lenovo Legion Pro 7 (82WQ007UIN)
 • Acer Predator Helios 16 PH16-71
 • ASUS ROG Strix Scar 17 (G733PZ-LL046WS)
 • HP OMEN 16 (16-u0023TX)
 • MSI Stealth 16 Mercedes-AMG Motorsport A13VG
 • ASUS ROG Strix Scar 16 (G634JZ-NM057WS)
 • Gigabyte AORUS 15 BKF (BKF-73IN754SH)
 • HP OMEN 16 (wf0059TX)

অ্যাক্সেসরিজ সেগমেন্ট

ফোনের সঙ্গে সঙ্গেই আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাক্সেসরিজ যথেষ্ট জনপ্রিয়। স্মার্ট ওয়াচ ও টিডব্লিউএসের জন্য জুরিরা চারটি অ্যাওয়ার্ড তৈরি করেছেন। এর মধ্যে প্রথম অ্যাওয়ার্ড হল বেস্ট ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস 2023 – মেইনস্ট্রিম। এই সেগমেন্ট গত বছরও ছিল, তবে এবার নমিনী লিস্ট আগের চেয়ে যথেষ্ট বেশি। এখানে 5,000 টাকা পর্যন্ত বাজেটের ইয়ারবাডস রাখা হয়েছে এবং নমিনেশন পেয়েছে 20টিরও বেশি ডিভাইস। এইসব ডিভাইসের লিস্ট নিচে দেওয়া হল।

 • CMF Buds Pro
 • Realme Buds Air 5 Pro
 • OPPO Enco Air 3 Pro
 • OPPO Enco Air3
 • OnePlus Nord Buds 2
 • Zebronics Zeb Pods 1
 • OnePlus Nord Buds 2r
 • Fast Track F Pods FZ100
 • Redmi Buds 4 Active
 • Noise Buds VS102 Pro ANC
 • Noise Buds VS102 Plus
 • Boat Airdopes Flex 454 ANC
 • Boult Astra TWS
 • Truke Buds Vibe
 • POCO Pods
 • Truke BTG Neo
 • Truke Clarity 5
 • Inbase Elite
 • JBL Vibe Beam
 • Portronics Harmonics Twins S9
 • Mivi Commando X9
 • BeatXP Wave XPods

আমাদের দ্বিতীয় অ্যাওয়ার্ড বেস্ট ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস 2023 – প্রিমিয়াম, এখানে 5,000 টাকার ওপরের বাজেটের টিডব্লিউএস স্থান পেয়েছে এবং এখানে নমিনেশন কম হলেও লড়াই বেশ টক্কর। Jabra, Samsung ও LG এর পাশাপাশি Sony এর মতো ডিভাইস এই লিস্টে নমিনী হিসাবে রয়েছে। এই ক্যাটাগরির লিস্ট নিচে শেয়ার করা হল।

 • OnePlus Buds Pro 2
 • LG Tone Free Fit TF7
 • Sony WF-1000XM5
 • Samsung Galaxy Buds FE
 • Nothing Ear (2)
 • Marshall Motif II ANC
 • Jabra Elite 10
 • Jabra Elite 8 Active
 • Audio-Technica ATH-SQ1TW

বাডসের পর রয়েছে স্মার্ট ওয়াচের অ্যাওয়ার্ড এবং এখানেও দুটি অ্যাওয়ার্ড রাখা হয়েছে যার মধ্যে প্রথম অ্যাওয়ার্ড বেস্ট ওয়্যারেবল 2023 – মেইনস্ট্রিম। এই ক্যাটাগরিতে 5,000 টাকা পর্যন্ত বাজেটের স্মার্ট ওয়াচ রয়েছে এবং এখানেও লিস্ট বেশ লম্বা। এক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ডগুলির আধিপত্য দেখা গেছে। এই ক্যাটাগরির নমিনেশন লিস্ট নিচে দেওয়া হল।

 • Boult Crown R Pro
 • Noise ColorFit Ultra 3
 • CMF Watch Pro
 • Redmi Watch 3 Active
 • Fasttrack Revoltt Fs 1 Pro
 • URBAN Fusion
 • URBAN Quest
 • Boat Enigma X500
 • Boat Lunar Connect Pro
 • Amazfit Pop 3S
 • Cultsport Ace X Luxe
 • Amazfit Pop 3R
 • Hammer Fit Pro
 • Fire-Boltt Invincible Plus
 • Fire-Boltt Cobra
 • BeatXP Unbound Era

ওয়্যারেবল সেগমেন্টের দ্বিতীয় অ্যাওয়ার্ড বেস্ট ওয়্যারেবল 2023 – প্রিমিয়াম এবং এই সেগমেন্টে দামের কোনো লিমিট নেই। এখানে স্যামসাঙ থেকে শুরু করে অ্যামেজফিট ও গার্মিনের মতো নাম রয়েছে। জানিয়ে রাখি এতদিন এই সেগমেন্টে অ্যাপেলের রাজত্ব দেখা গেছে। নিচে এই ক্যাটাগরির সমস্ত নমিনীর নাম দেওয়া হল।

 • Apple Watch Ultra 2
 • Apple Watch Series 9
 • Google Pixel Watch 2
 • Samsung Galaxy Watch 6 Classic
 • Samsung Galaxy Watch 6
 • Garmin Fenix 7 Pro
 • Garmin Epix Pro
 • Amazfit Cheetah
 • Noise Halo Plus
 • Fitbit Sense 2

প্রসেসর সেগমেন্ট

একটি মোবাইল তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সেটিতে শক্তিশালী প্রসেসর দেওয়া হয়। 2023 সালে বিভিন্ন রেঞ্জের একাধিক শক্তিশালী প্রসেসর বাজারে এসেছে। আমাদের জুরিরা মোবাইল প্রসেসরের জন্য দুটি ক্যাটাগরি রেখেছেন যার মধ্যে প্রথম হল বেস্ট মোবাইল SoC 2023 – মেইনস্ট্রিম, যেখানে 30 হাজার টাকা পর্যন্ত ফোনে ব্যাবহৃত প্রসেসরগুলি জায়গা করে নিয়েছে। এখানে মিডিয়াটেক যেন বেশি মাত্রায় বিরাজ করছে। কোয়ালকমের মাত্র দুটি প্রসেসর থাকলেও টক্কর সমানে সমানেই চলছে বলা যায়। এইসব প্রসেসরের নাম নিচে জানানো হল।

 • Mediatek Dimensity 1080
 • Mediatek Dimensity 8050
 • MediaTek Dimensity 8020
 • Mediatek Dimensity 8200
 • Mediatek Dimensity 7050
 • MediaTek Dimensity 7020
 • Mediatek Dimensity 7200
 • Mediatek Dimensity 7030
 • Mediatek Dimensity 6100+
 • MediaTek Dimensity 6080
 • Mediatek Dimensity 6020
 • Qualcomm Snapdragon 4 Gen2
 • Qualcomm Snapdragon 7 Gen2
 • Samsung Exynos 1330
 • Samsung Exynos 1380

মোবাইল এসওসি ক্যাটাগরিতে দ্বিতীয় অ্যাওয়ার্ড বেস্ট মোবাইল SoC 2023 – প্রিমিয়াম। এখানে সেইসব প্রসেসর স্থান পেয়েছে যেগুলি মূলত ফ্ল্যাগশিপ ফোনে ব্যাবহার করা হয়। এর মধ্যে যে কোনো প্রসেসর যদি কোনো ফোনে থাকে তবে চোখ বন্ধ করে বলা যায় সেটি যথেষ্ট শক্তিশালী ফোন। এইসব প্রসেসর নিয়েই এই ক্যাটাগরি তৈরি। নমিনী প্রসেসরগুলির নাম নিচে দেওয়া হল।

 • Apple A17 Pro
 • Qualcomm Snapdragon 8 Gen2
 • MediaTek Dimensity 9200+
 • Google Tensor G3
 • MediaTek Dimensity 9200

এই অ্যাওয়ার্ডগুলি ছাড়াও বেস্ট ট্যাবলেটের জন্য দুটি অ্যাওয়ার্ড, বেস্ট ল্যাপটপ সিপিউ এর জন্য দুটি অ্যাওয়ার্ড এবং বেস্ট জিপিউ এর জন্য একটি অ্যাওয়ার্ড রাখা হয়েছে। এগুলির ক্যাটাগরি এবং নমিনী ডিটেইলস IGA 2023 এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here