Indian Gadget Awards 2023: জেনে নিন কোন ফোন Best Gaming Phone of 2023 – Premium ক্যাটাগরির বিজয়ী

Best Gaming Phone of 2023 – Premium, নাম শুনেই আশা ক্রি বুঝতে পারছেন IGA 2023 এর এই ক্যাটাগরিতে কোন লেভেলের ফোনের মধ্যে লড়াই চলেছে। এই লিস্টে মূলত হাই এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে জায়গা দেওয়া হয়েছে যেগুলি অসাধারণ পারফরমেন্স দিতে সক্ষম। এই ক্যাটাগরির বিভিন্ন ফোনের মধ্যে সবাইকে পেছনে ফেলে ASUS ROG Phone 7 Ultimate ফোনটি প্রথম স্থান দখল করেছে।

Best Gaming Phone of 2023 – Premium – ASUS ROG Phone 7 Ultimate

ROG অর্থাৎ Republic of Gamers! বেস্ট গেমিং ফোন নিয়ে কথা হবে আর ASUS এর নাম উঠবে না এমন হতেই পারে না। এই সিরিজের নতুন ফোন হয়েও ASUS ROG Phone 7 Ultimate ফোনটি IGA 2023 তে নমিনী হয়েছিল এবং বিজয়ীও হয়েছে। এতে আপগ্রেডেড GameCool 7 thermal system, নতুন Rapid-Cycle vapour chamber এবং অপ্টিমাইজড Graphite sheets এর মতো বিভিন্ন ফিচার এই ফোনটিকে অন্যান্য ফোনের থেকে আলাদা করে তুলেছে। AeroActive Portal এবং AeroActive Cooler 7 এর সঙ্গে এই ফোনে গেম খেলার সময় অন্য লেভেলের এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

IGA 2023 में Best Gaming Phone of 2023 – Premium के नॉमिनी :

  • Samsung Galaxy S23 Ultra
    Google Pixel 8 Pro
    Apple iPhone 15 Pro Max
    Vivo X90 Pro
    OnePlus 11 5G
    iQOO 11 5G
    OnePlus 11R 5G

Samsung Galaxy S23 Ultra- এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.8 ইঞ্চির Dynamic AMOLED 2x ডিসপ্লে, Adreno 740 জিপিইউ সহ Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

Google Pixel 8 Pro- এতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, Immortalis-G715 জিপিইউ সহ Google Tensor G3 অক্টাকোর প্রসেসর এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5050mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Apple iPhone 15 Pro Max- এই শক্তিশালী ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, Apple GPU সহ Apple A17 Pro হেক্সাকোর প্রসেসর এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4422mAh ব্যাটারি রয়েছে।

Vivo X90 Pro- এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Immortalis-G715 জিপিইউ সহ MediaTek Dimensity 9200 অক্টাকোর প্রসেসর এবং 120W ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 4870mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

OnePlus 11 5G- এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির Super Fluid AMOLED ডিসপ্লে, Adreno 740 জিপিইউ সহ Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর এবং 100W সুপার ভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

iQOO 11 5G- এই ফোনে 144Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Adreno 740 জিপিইউ সহ Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর এবং 120W ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

OnePlus 11R 5G- এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.74 ইঞ্চির Super Fluid AMOLED ডিসপ্লে, Adreno 730 জিপিইউ সহ Qualcomm Snapdragon 8 Plus Gen 1 অক্টাকোর প্রসেসর এবং 100W সুপার ভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here