Indian Gadget Awards 2023: iQOO Neo 7 Pro জিতল মুকুট, হয়ে গেছে ₹35,000 রেঞ্জের বেস্ট ফোন

Indian Gadget Awards 2023 এর তৃতীয় ক্যাটাগরি Best Phone of 2023 (under 35k)। অত্যন্ত মুশকিল ছিল এই রেঞ্জের বেস্ট ফোন সিলেক্ট করা। এই ক্যাটাগরিতে Realme 11 Pro+, Redmi Note 12 Pro+, Oneplus Nord CE 3, Nord 3, Samsung Galaxy F54, Galaxy A34, Motorola Edge 40 OPPO Reno 10 Pro, Vivo V29 ও POCO F5 এর মতো অসাধারণ ফোনগুলি নমিনী হিসাবে ছিল এবং এই ক্যাটাগরির বিজয়ী হয়েছে iQOO Neo 7 Pro।

Best Phone of 2023 (under 35k) – iQOO Neo 7 Pro

Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট সহ iQOO Neo 7 Pro ফোনটি এই ক্যাটাগরির বিজয়ীর সিংহাসনে বসেছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120W FlashCharge সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে OIS Ultra-Sensing ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনের Extended RAM 3.0 এবং Smart 3D Cooling System এই ফোনটিকে আরও শক্তিশালী করে তোলে। এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

IGA 2023-তে Best Phone of 2023 (under 35k) এর নমিনী:

  • Realme 11 Pro+ 5G
  • Redmi Note 12 Pro+ 5G
  • Oneplus Nord CE3 5G
  • Oneplus Nord 3 5G
  • Samsung Galaxy F54 5G
  • Motorola Edge 40
  • Samsung Galaxy A34 5G
  • OPPO Reno 10 5G
  • Vivo V29
  • POCO F5

Realme 11 Pro+ 5G- এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির ইউনিক ডিজাইন, দুর্ধর্ষ রেয়ার ক্যামেরা (200MP+8MP+2MP), অসাধারণ চার্জিং স্পীড (100W সুপার ভুক চার্জিং) এবং সুন্দর ডিসপ্লে।

Redmi Note 12 Pro+ 5G- এই ফোনের সিম্পল অথচ সুন্দর ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, দুর্দান্ত ফটোগ্রাফি (200MP+8MP+2MP) এবং ফাস্ট চার্জিং (120W হাইপার চার্জিং) অন্যতম উল্লেখযোগ্য ফিচার।

OnePlus Nord CE3 5G- এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির 120Hz 6.7 ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 782G অক্টাকোর প্রসেসর, 80W Super VOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি এবং 50MP+8MP+2MP রেয়ার ক্যামেরা সেটআপ।

OnePlus Nord 3 5G- এই ফোনের 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.74 ইঞ্চির Super Fluid AMOLED ডিসপ্লে, 50MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 9000 অক্টাকোর প্রসেসর এবং 80W Super VOOC চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি অন্যতম উল্লেখযোগ্য ফিচার।

Samsung Galaxy F54 5G- এই ফোনের 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির Super AMOLED Plus ডিসপ্লে, Samsung Exynos 1380 অক্টাকোর প্রসেসর এবং 108MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার।

Motorola Edge 40- এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির অসাধারণ ডিজাইন, 144Hz রিফ্রেশরেটযুক্ত 6.55 ইঞ্চির P-OLED ডিসপ্লে, পরিষ্কার ও ব্লোটওয়্যার ফ্রি ইউআই এবং IP68 রেটিং।

Samsung Galaxy A34 5G- এই ফোনের 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, 48MP+8MP+5MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার।

OPPO Reno10 5G- এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির আকর্ষণীয় অথচ হালকা ডিজাইন, 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং অসাধারণ কোয়ালিটির স্টেরিও স্পিকার।

Vivo V29- এই ফোনের অতুলনীয় ডিজাইন, 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 80W ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি এবং 50MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার।

POCO F5- এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির Qualcomm Snapdragon 7 Plus Gen 2 অক্টাকোর প্রসেসর, 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 67W টার্বো চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি এবং দারুণ স্টেরিও স্পিকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here