Categories: খবর

ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে Infinix GT 20 Pro ফোন এবং GT Book ল্যাপটপ, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

ইনফিনিক্স-এর GT Verse গেমিং ইকোসিস্টেমের অধীনে Infinix GT 20 Pro স্মার্টফোন, GT Book ল্যাপটপ এবং বেশকিছু অন্যান্য গ্যাজেট লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানি সম্প্রতি এই ফোন এবং ল্যাপটপের মাইক্রো সাইট লাইভ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ডিভাইস শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে টিপস্টার অন্যান্য ডিভাইস সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন গেমিং ইকোসিস্টেম সম্পর্কে।

Infinix GT 20 Pro এর ফোন এবং GT Book ল্যাপটপ টিজার

  • নীচে দেওয়া টিজারের মাধ্যমে দেখা গেছে কোম্পানি Infinix GT 20 Pro ফোন এবং GT Book ল্যাপটপ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে জানিয়েছে।
  • কোম্পানির মাইক্রো সাইট অনুযায়ী Infinix GT Book সাইবার মেচা ডিভাইস সহ লঞ্চ করা হবে। এতে কাস্টমাইজেবল RGB লাইটিং, মেচা লুপ এবং মেচা এক্সেন্ট সহ মেচা বার রয়েছে।
  • এই ল্যাপটপে চার-জেন-লাইটিং- অলওয়েজ অন, ব্রিদ, মিউজিক এবং গেম সহ RGB কিবোর্ড দেওয়া হয়েছে।
  • আগামী দিনে এই ডিভাইসের অন্যান্য ফিচার সম্পর্কে তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
  • nfinix GT 20 Pro ফোনটি মাইক্রো সাইটে লিস্টিং হওয়া আগের মডেল জিটি 10 প্রো আপগ্রেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই ফোনের ডিজাইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে।
  • সবদিক থেকেই কোম্পানি তাদের GT Verse গেমিং ইকোসিস্টেমের দৌলতে ইউজারদের এক্সপেরিয়েন্স বদলে দেবে।

এইসব গেমিং অ্যাক্সেসরিজ গ্যাজেট হতে পারে পেশ

  • কোম্পানি ভারতীয় ইউজারদের জন্য Infinix GT 20 Pro এবং GT Book ছাড়াও বেশকিছু অন্যান্য গ্যাজেট লঞ্চ করতে পারে। টিপস্টার মুকুল শর্মা এক্সক্লুসিভলি এই বিষয়ে জানিয়েছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী Infinix ভারতে GT Verse অধীনে MagCase, Finger Sleeves, Cooling Fan, RGB Mat, RG Headphone এবং RGB Mouse লঞ্চ করবে।
  • কোম্পানি পক্ষ থেকে পরবর্তী সময়ে আপকামিং ডিভাইসের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।