11 হাজার টাকা দামে লঞ্চ হল realme Narzo N65 5G স্মার্টফোন, ভেজা হাতেও করা যাবে সমস্ত কাজ

রিয়েলমি আজ ভারতে তাদের নতুন realme NARZO N65 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই সস্তা ফোনটি ডিস্কাউন্ড সহ মাত্র 10,499 টাকার বিনিময়ে কেনা যাবে। NARZO N65 5G স্মার্টফোনে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন এবং IP54 Rainwater Smart Touch এর মতো ফিচারও দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সস্তা স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Realme Narzo N65 5G এর দাম

  • 4GB RAM + 128GB Storage – ₹11,499
  • 6GB RAM + 128GB Storage – ₹12,499

ভারতে realme NARZO N65 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4জিবি RAM দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,499 টাকা। এই ফোনের টপ মডেল 6জিবি RAM সহ 12,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলই 128 জিবি স্টোরেজ সাপোর্ট করবে। এই ফোনটি প্রাথমিক সেলে 1000 টাকার ডিস্কাউন্ড দেওয়া হবে। 31 মে থেকে realme NARZO N65 5G স্মার্টফোনটি Amber Gold এবং Deep Green কালার অপশনে আমাজনে সেল করা হবে।

Realme Narzo N65 5G এর ইমেজ

realme NARZO N65 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme Narzo N65 5G স্মার্টফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে পাঞ্চ-হোল স্টাইল সহ 120Hz রিফ্রেশ রেট এবং 625nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসর: realme Narzo N65 5G স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 5G অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Arm Mali G57 MC2 GPU রয়েছে।

স্টোরেজ: এই রিয়েলমি স্মার্টফোনে 4জিবি RAM এবং 6জিবি RAM সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 128জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে 6GB Dynamic RAM ফিচার রয়েছে যা ফিজিক্যাল RAM এর সঙ্গে যুক্ত হয়ে 12জিবি RAM এর পারফরমেন্স দেয়। এই ফোনে 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা: realme NARZO N65 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর যা 26mm ফোকাল লেন্থ এবং 80° FOV ফিচার যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপচারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme NARZO N65 5G স্মার্টফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।

ওএস: realme NARZO N65 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।

ওয়াটারপ্রুফিং: realme NARZO N65 5G স্মার্টফোনে IP54 রেটিং সহ বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফিচারটিকে বিশেষ গুরুত্ব সহ প্রোমোট করছে। Rainwater Smart Touch ফিচারটির মাধ্যমে ভেজা হাতেও ফোনটি সহজেই ব্যবহার করা যাবে।জানিয়ে রাখি এই ফোনেড় থিকনেস মাত্র 7.89mm এবং মাত্র190 গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here