21 মে গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে গেমিং স্মার্টফোন Infinix GT 30 Pro, জেনে নিন স্পেসিফিকেশন

আগামী 21 মে Infinix তাদের নতুন গেমিং Infinix GT 30 Pro স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল লঞ্চ ডেট সহ ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কনফার্ম জানিয়ে দিয়েছে। বিশেষ করে ফোনটি গেমারদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। ফোনটিতে RGB লাইটিং সহ ইন-বিল্ট গেমিং ট্রিগার্স থাকবে। একইসঙ্গে কোম্পানি Infinix XPad GT গেমিং ট্যাবলেট এবং GT Buds ও পেশ করতে চলেছে। শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 30 Pro স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Infinix GT 30 Pro এর কনফার্ম এবং সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix GT 30 Pro ফোনটিতে 6.x ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে ইন্ডাস্ট্রির বেস্ট 144Hz রিফ্রেশ রেট থাকবে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 8350 চিপসেট দেওয়া হবে। এতে দুর্দান্ত গেমিং পারফরমেন্সের পাওয়া যাবে।
  • ব্যাটারি: রিপোর্ট অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Infinix GT 30 Pro ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS ফিচারযুক্ত 108MP প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হতে পারে।
  • গেমিং ফিচার: Infinix GT 30 Pro ফোনটিতে RGB লাইট এবং ক্যাপেসিটিভ শোল্ডার ট্রিগারস ইন-বিল্ট থাকবে, এর ফলে দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Infinix GT 30 Pro এর সম্ভাব্য ভারতীয় লঞ্চ এবং দাম

টিপস্টার Sanju Choudhary সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে জানিয়েছেন শীঘ্রই ভারতে Infinix GT 30 Pro ফোনটি পেশ করা হতে পারে।

এই ফোনটির দাম 25,000 টাকার চেয়ে কম হতে পারে, এটি মিড বাজেট রেঞ্জে গেমিং স্মার্টফোন হিসেবে একটি ভালো অপশন হবে। এই তথ্য সঠিক হলে এই সেগমেন্টে আপকামিং বেশ কিছু ফোনের সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হবে। অন্যদিকে ফোনটিতে লঞ্চ অফার হিসেবে ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফোনটি আরও কম দামে সেল করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here