প্রকাশ্যে এল Infinix GT Book গেমিং ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

স্মার্টফোন সেগমেন্টে নিজেদের জায়গা তৈরি করার পর এবার ইনফিনিক্স ভারতে তাদের নতুন গেমিং ল্যাপটপ পেশ করতে চলেছে। কোম্পানি এই ল্যাপটপটি Infinix GT Book নামে বাজারে লঞ্চ করবে। এই ল্যাপটপটি ইউনিক ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ ভারতীয় বাজারে আসতে চলেছে। লঞ্চের আগেই এই ফোনের স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে।

Infinix GT Book এর প্রাইস রেঞ্জ

  • এই ইন্ডাস্ট্রির বিশেষ সোর্সের মাধ্যমে Infinix GT Book গেমিং ল্যাপটপের দাম সম্পর্কে আমরা জানতে পেরেছি।
  • এই ল্যাপটপটি ভারতে 65,000 টাকার কম দামে পেশ করা হতে পারে। ইনফিনিক্সের এই নতুন ল্যাপটপের দাম ছাড়াও এর ফিচারস সম্পর্কে আমরা জানতে পেরেছি।
  • জানিয়ে রাখি আগামী 21 মে ভারতে Infinix GT Verse ইকো সিস্টেমের অধীনে তাদের দুটি শক্তিশালী গেমিং ডিভাইস পেশ করা হবে। এই সিরিজের অধীনে Infinix GT 20 Pro স্মার্টফোন এবং Infinix GT Book ল্যাপটপ রয়েছে।

Infinix GT Book এর স্পেসিফিকেশন

Infinix GT Book ল্যাপটপে 16-ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ল্যাপটপে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। এতে ইন্ট্রিগ্রেটেড অ্যাপ, জিটি কন্ট্রোল সেন্টার সাপোর্ট দেওয়া হবে। ফলে এই ফিচারের মাধ্যমে এই ডিভাইসের ব্যবহার অনেক বেশি সহজ হয়ে যাবে। এই ল্যাপটপটি তিনটি আলাদা-আলাদা কন্ফিগ্রেশন ফিচার সহ পেশ করা হবে। এতে Nvidia GeForce RTX 4060 সহ Intel Core i9 13th Gen, Nvidia GeForce RTX 4050 সহ Intel Core i5 13th Gen এবং Nvidia GeForce RTX 3050 সহ Intel Core i5 12th Gen যোগ করা হয়েছে।

Infinix GT Book এর ডিজাইন

Infinix এই ল্যাপটপে দুর্দান্ত ইন্টারনাল ফিচারস ছাড়াও Mecha ডিজাইন সহ পেশ করা হবে। এই ডিভাইসটি মেটাল বডি সহ লঞ্চ করা হবে। এই ল্যাপটপে Mechabar, পিছনের দিকে RGB LED লাইট দেওয়া হয়েছে। এতে 4 dedicated modes রয়েছে। কোম্পানি এই ল্যাপটপটি সিলভার এবং ডার্ক গ্রে এই দুটি কালারে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here