9,000 টাকা রেঞ্জে এই দেশে লঞ্চ হল Infinix Hot 40i, রয়েছে অসাধারণ ফিচার ও স্পেসিফিকেশন

আগামী 9 ডিসেম্বর ইনফিনিক্সের বাজেট স্মার্টফোন সিরিজ Hot 40 সিরিজ গ্লোবাল লঞ্চ করা হবে। তার আগেই সৌদি আরবে এই সিরিজের Infinix Hot 40i পেশ করে দেওয়া হয়েছে। এই মডেলে হেলিও G88 প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB RAM, 5000mAh ব্যাটারির মতো বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 9,000 টাকার রেঞ্জে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Infinix Hot 40i এর দাম

  • কোম্পানি সৌদি আরবে Infinix Hot 40i ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে।
  • ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেল SAR 375 অর্থাৎ 8,300 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 8GB RAM +256জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে SAR 465 অর্থাৎ প্রায় 10,300 টাকা।
  • এই ফোনটি পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন

  • 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
  • হেলিও জি88 প্রসেসর
  • 8GB RAM+256GB স্টোরেজ
  • 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 32MP ফ্রন্ট ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • অ্যান্ড্রয়েড 13

ডিসপ্লে: Infinix Hot 40i ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর দেওয়া হয়েছে, যা এন্ট্রি লেভেলের মধ্যে যথেষ্ট ভালো পারফরমেন্স দেওয়ার জন্য বেশ সুপরিচিত।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: সৌদি আরবে Infinix Hot 40i ফোনে এনএফসি ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুএল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Infinix Hot 40i ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here