শীঘ্রই লঞ্চ হতে চলেছে Infinix Hot 60 Pro এবং Tecno Spark 40, গুগল প্লে কনসোলে হল লিস্টেড

টেক কোম্পানি Infinix এবং Tecno বর্তমানে তাদের নতুন স্মার্টফোনে কাজ করছে। গুগল প্লে কনসোলের মাধ্যমে এই দুই ব্র্যান্ডের Infinix Hot 60 Pro এবং Tecno Spark 40 ফোনদুটি প্রকাশ্যে এসেছে। এই লিস্টিং থেকে এই দুটি ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এছাড়া এই ফোনগুলির রেন্ডার ইমেজও দেখা গেছে। এই প্ল্যাটফর্মে দেখার পর মনে করা হচ্ছে শীঘ্রই এই দুটি ফোন লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Infinix Hot 60 Pro ফোনের গুগল প্লে কনসোল এবং NBTC লিস্টিং

  • গুগল প্লে কনসোলের পাশাপাশি NBTC ওয়েবসাইটেও Infinix Hot 60 Pro ফোনটি দেখা গেছে। এই বিষয়ে নিচে আলোচনা করা হল।
  • নিচের ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে X6885 মডেল নাম্বার সহ Infinix Hot 60 Pro ফোনটি গুগল প্লে কনসোল এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে।
  • NBTC লিস্টিং থেকে এই ফোনটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে লিস্টিং অনুযায়ী এই ফোনটি LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে। এর ফলে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে না বলেই মনে করা হচ্ছে।
  • ডিভাইস ইমেজ দেখে জানা গেছে এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এই ফোনের সাইড প্যানেলে তিনটি বাটন থাকবে। তাই এই ফোনে ভলিউম রকার ও পাওয়ার বাটনের পাশাপাশি একটি নতুন ফিজিক্যাল বাটন যোগ করা হবে।
  • এই আপকামিং ফোনের ডিসপ্লে FHD+ রেজোলিউশন এবং 420dpi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করতে পারে।
  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি200 আল্টিমেট (MT6789) চিপ যোগ করা হতে পারে।
  • এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে Android 15 অপারেটিং সিস্টেম থাকতে পারে।

Tecno Spark 40 ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোল সাইটে Tecno Spark 40 ফোনটি KM5 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে মিডিয়াটেক MT6769V/CB SoC যোগ করা হতে পারে। এতে 2.0GHz ক্লক স্পীডযুক্ত 2 x Cortex-A75 কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত 6 x Cortex-A55 কোর রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে 950MHz ক্লক স্পীডযুক্ত মালী-G52 জিপিইউ থাকবে বলে জানা গেছে।
  • আপকামিং Tecno Spark 40 ফোনে ব্যাবহৃত প্রসেসরের নাম জানা যায়নি। এটি Helio G80 সিরিজের চিপসেট হতে পারে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটিতে HD+ রেজোলিউশন সাপোর্টেড পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হবে।
  • এতে 4GB RAM এর সঙ্গে Android 15 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। Infinix Hot 60 Pro ফোনের মতোই এই ফোনেও ডানদিকের প্যানেলে তিনটি বাটন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here