গত সপ্তাহের শেষের দিকে খবর পাওয়া গিয়েছিল টেক কোম্পানি ইনফিনিক্স তাদের ‘হট’ সিরিজের নতুন ফোনে কাজ করছে যা Infinix Hot 9 নামে লঞ্চ করা হবে। ইনফিনিক্স ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনটি টিজ করা শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই ভারতে ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। কিন্তু ভারতে লঞ্চের আগেই গতকাল ইন্দোনেশিয়াতে Infinix Hot 9 লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে যা আগামী 27 মার্চ থেকে সেল করা হবে।
আরও পড়ুন: Corona এর ভয়? সরাসরি Whatsapp এর মাধ্যমে তথ্য দিচ্ছে ভারত সরকার
লুক ও ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 9 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির স্ক্রিনের চারদিকে ন্যারো বেজল আছে এবং এর ওপরের ডানদিকে পাঞ্চ হোল অবস্থিত। এই পাঞ্চ হোলের মধ্যেই ফোনের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ডানদিকে ভার্টিক্যাল শেপে চারটি ক্যামেরা সেন্সর অবস্থিত এবং এর বাঁদিকে ফ্ল্যাশ লাইটের সঙ্গে সেন্সর ডিটেইলস লেখা আছে। ফোনটির ব্যাক প্যানেলে চারকোণা শেপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প্যানেলে সিম স্লট আছে এছাড়াও ফোনটির নিচের প্যানেলে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Infinix Hot 9 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 6.6 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের সঙ্গে এক্সওএস 6 এ কাজ করে। তবে এখনও পর্যন্ত এই ফোনে কোন চিপসেট দেওয়া হয়েছে সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে Infinix Hot 9 এ মিডিয়াটেক হেলিও চিপসেট দেওয়া হতে পারে।
ইন্দোনেশিয়াতে এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। আশা করা হচ্ছে ভারতে Infinix Hot 9 এর এই ভেরিয়েন্টটিই লঞ্চ করা হবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তবে ভারতে লঞ্চ হতে চলা Infinix Hot 9 এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে।
Infinix Hot 9 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারী আছে। ইন্দোনেশিয়াতে Infinix Hot 9 ফোনটি Rp 1,699,000 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 7,500 টাকার কাছাকাছি। এখন নিশ্চিতভাবে বলা যায় ভারতে Infinix Hot 9 এর যে ভার্সন লঞ্চ করা হবে সেটি ইন্দোনেশিয়ার ভেরিয়েন্টের চেয়ে যথেষ্ট শক্তিশালী হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে এই ফোনটির লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন