15 হাজার টাকা দামে পাবেন 108MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ Infinix Note 30 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটিতে bypass Charging ফিচার থাকবে।
  • এই ফোনে 30% চার্জ হয়ে গেলে পাওয়ার সরাসরি মাদারবোর্ডে ট্রান্সফার হয়ে যাবে।
  • এই মোবাইলে 14 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে।

Infinix Note 30 5G ফোনটি ভারতে 14 জুন লঞ্চ হবে। এই মোবাইলটি কোম্পানির তরফ থেকে প্রতিনিয়ত টিজ করা হচ্ছে এবং ফোনটির প্রোডাক্ট পেজের মাধ্যমে ডিজাইন ও ফিচার সম্পর্কে অনেক তথ্যও দেওয়া হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী Infinix Note 30 5G ফোনের দাম 15,000 টাকার নিচে রাখা হবে। আরও পড়ুন: কমানো হয়েছে 8GB RAM সহ Vivo Y35 ফোনের দাম, জেনে নিন নতুন দাম, অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

 

Infinix Note 30 5G ফোনের দাম

কোম্পানির তরফে জানানো হয়েছে যে Infinix Note 30 5G ফোনটি একটি লোয়ার মিড-বাজেট স্মার্টফোন হবে যার দাম 15 হাজারের কম হবে। যদিও এটি ফোনের বেস ভেরিয়েন্টের দামও হতে পারে। এই মোবাইলটি Flipkart এ এক্সক্লুসিভ হবে এবং এই ই-কমার্স ওয়েবসাইটে সেলের জন্য পাওয়া যাবে৷ 14 জুন ভারতে লঞ্চ হওয়ার পর তৃতীয় সপ্তাহে এর সেল শুরু হতে পারে। অনুমান করা হচ্ছে যে Infinix Note 30 5G ফোনটি সেলের জন্য Blue, Black এবং Sunset Gold কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।

Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 120Hz ডিসপ্লে
  • MediaTek Dimensity 6080
  • 108MP রেয়ার ক্যামেরা
  • 16MP রেয়ার ক্যামেরা
  • 45W ফাস্ট চার্জিং
  • 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: এই ফোনটিতে একটি 6.78 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে যা LCD প্যানেলে নির্মিত এবং 120Hz রিফ্রেশরেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে TECNO PHANTOM V FLIP ফোল্ডেবল ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

প্রসেসর: Infinix Note 30 5G ফোনে MediaTek Dimensity 6080 Octacore প্রসেসর থাকবে।

রেয়ার ক্যামেরা: এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে F/1.75 অ্যাপারচার যুক্ত 108MP Samsung ISOCELL HM6 সেন্সরের সাথে 2MP লেন্স এবং AI সেন্সর রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: Infinix Note 30 5G ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: ‘Jio Saavn Pro’ সাবস্ক্রিপশনসহ লঞ্চ হল 5টি নতুন Jio প্ল্যান, কলিং এর সাথে পাবেন প্রচুর ডেটার সুবিধা

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

কানেক্টিভিটি: Infinix Note 30 5G ফোনে NFC, 3.5mm জ্যাক এবং FM রেডিওর মতো ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here