লঞ্চ হল Infinix Note 30 VIP স্মার্টফোন, 32MP সেলফি ক্যামেরাসহ এতে আছে 5,000mAh ব্যাটারি

Highlights

  • এই ফোনে 8W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং রয়েছে।
  • fontite 6.67-ইঞ্চির 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। .
  • এতে JBL-টিউনড ডুয়েল স্পিকার রয়েছে।

Infinix তাদের ‘Note 30’ সিরিজে আরেকটি নতুন মোবাইল পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই ফোনটি Infinix Note 30 VIP নামে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি তাদের এই সিরিজে Infinix Note 30i, Note 30 (4G), Note 30 5G এবং Note 30 Pro ফোনগুলি লঞ্চ করেছিল। Note 30 VIP ফোনটি কোম্পানি তাদের Note 12 VIP এর সাক্সেসার হিসাবে বাজারে নিয়ে এসেছে এবং এই ফোনে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এই পোস্টে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Bigg Boss OTT 2, Rafuchakkar এর মতো একাধিক দুর্দান্ত সিনেমা এবং শো

Infinix Note 30 VIP এর দাম

কোম্পানি গ্লোবাল মার্কেটে Infinix Note 30 VIP ফোনটি ম্যাজিক ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির দাম রাখা হয়েছে 299 ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 24,635 টাকার কাছাকাছি।

Infinix Note 30 VIP এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Note 30 5G VIP ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর, RAM এবং স্টোরেজ: এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেটে রান করে। এতে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Note 30 VIP তে 32-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জিঙের জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি Infinix Note 30 VIP তে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও দেওয়া হয়েছে। এই ফিচার বিদ্যুতের 30 শতাংশ বাইপাস করে এবং একই সঙ্গে চার্জিং ও গেমিঙের সময় ওভারহিটিঙের বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দেয়। আরও পড়ুন: গিকবেঞ্চে তালিকাভুক্ত Samsung Galaxy Tab S9 Ultra, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 7 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা কম করতে সক্ষম। এছাড়া এই ফোনের ব্যাটারি স্ট্যান্ডার্ড ব্যাটারির থেকে যথেষ্ট অ্যাডভান্স। 1,000 বার চার্জিঙের পরেও এই ব্যাটারি 80 শতাংশ পারফরমেন্স ধরে রাখতে সক্ষম এবং এটি অন্তত 3 বছরের জন্য ইউজারদের নিশ্চিন্ত রাখবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here