শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix NOTE 40S স্মার্টফোন, এইসব সার্টিফিকেশন সাইটে দেখা গেল ডিটেইলস

12 এপ্রিল ভারতীয় বাজারে ইনফিনিক্স তাদের নোট 40 প্রো সিরিজ লঞ্চ করতে চলেছে। এবার এই সিরিজের নতুন Infinix NOTE 40S ফোনের ডিটেইল ব্লুটুথ এসআইজি, এফসিসি এবং Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই প্ল্যাটফর্মে দেখার পর কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন এই লেটেস্ট লিস্টিং সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Infinix NOTE 40S এর লিস্টিং ডিটেইলস

  • ইনফিক্সের নতুন স্মার্টফোন ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে X6850B মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি Infinix NOTE 40S নামে বাজারে লঞ্চ হতে পারে।
  • এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী এই ডিভাইসটি ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সাপোর্ট করবে।
  • Wi-Fi Alliance ওয়েবসাইট অনুযায়ী Infinix NOTE 40S ফোনটিতে ডুয়াল-ব্যান্ড Wi-Fi রয়েছে
  • FCC ওয়েবসাইটে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোন LTE কানেক্টিভিটি সাপোর্ট করবে।
  • FCC ওয়েবসাইটে জানানো হয়েছে Infinix NOTE 40S স্মার্টফোনে জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, এনএফসি ফিচার থাকবে।
  • এই ফোনে 12GB + 256GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
  • কোম্পানি এই ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পেশ করতে পারে।

Infinix Note 40 এর স্পেসিফিকেশন

সম্প্রতি গ্লোবাল মার্কেটে Infinix Note 40 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Infinix Note 40 স্মার্টফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এচডি+ কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস এবং 2160 হার্টজ পিডব্লিউএম ডিমিং ফিচার সাপোর্ট করে।
  • চিপসেট: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হ্যালিও জী99 আল্টিমেট চিপ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটিতে 8GB LPDDR4X RAM, 256GB UFS 2.2 স্টোরেজ এবং 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্লট সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Infinix Note 40 স্মার্টফোনে OIS ফিচার সাপোর্টেড f/1.89 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপ্থ লেন্স রয়েছে। এর সঙ্গে এই সেটআপে f/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Infinix Note 40 Pro 5G ফোনে 45 ওয়াট চার্জিং এবং 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: Infinix Note 40 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here